সিনেমায় এমন কিছু প্রপস থাকে, যেগুলো পরে মানুষের কাছে আকর্ষণীয় হয়ে দাঁড়ায়। এমনকি ছবির শুটিংয়ের পরে সেগুলো নিলামে বিক্রি হয় লাখ টাকার ওপরে। যদিও খুব কম দামেই শুটিংয়ের জন্য কেনা হয়েছিল। সিনেমায় ব্যবহৃত হয়ে যেগুলোর দাম বেড়ে গিয়েছিল আকাশচুম্বী। আবার কখনো শুটিংয়ে দামি প্রপসও ব্যবহার করেছেন অনেক তারকা। সেসব নিয়ে থাকল আজকের আয়োজন—
১ / ৫
আমির খান অভিনীত ‘লগান’ বলিউডের অন্যতম ধ্রুপদি একটি ছবি। এ ছবিতে আমির খান ক্রিকেট খেলায় যে ব্যাট ব্যবহার করেছিলেন, সেটি পরে বিক্রি হয়েছিল ১ লাখ ৫৬ হাজার রুপিতে।সংগৃহীত
২ / ৫
‘মুঝসে শাদি করোগি’র সেই দৃশ্য অনেকেরই প্রিয়। একটি নাচের দৃশ্যে দুই পায়ের ফাঁকে তোয়ালে ঢুকিয়ে নাচছিলেন সালমান খান। যখন এই তোয়ালে নিলামে তোলা হয়, তখন এর দাম ওঠে ১ লাখ ৪২ হাজার রুপি। বিশ্বের সবচেয়ে দামি তোয়ালে হিসেবে রেকর্ড করেছিল এটি।সংগৃহীত
৩ / ৫
দেব আনন্দ, বলিউডের জনপ্রিয় এক তারকা। তাঁর ৪৫টি সাদাকালো ছবির একটি সংকলন বিক্রি হয়েছিল ৪ লাখ রুপিতে।সংগৃহীত
৪ / ৫
‘উমরাও জান’ ছবিতে ফারুক শেখ একটি আংটি পরেছিলেন, যার দাম ৯৬ হাজার রুপি।সংগৃহীত
৫ / ৫
‘জংলি’ ছবিতে শাম্মি কাপুর দারুণ অভিনয় করেছিলেন। সেই ছবিতে শাম্মির পরা জ্যাকেটের দাম ছিল ৮৮ হাজার রুপি।সংগৃহীত