বিয়েতে ভিকি-ক্যাটকে যা দিলেন সালমান-রণবীর-হৃতিকরা

এ মাসেই মুম্বাইয়ে ক্যাটরিনা ও ভিকির বিবাহোত্তর সংবর্ধনা
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

৯ ডিসেম্বর রাজস্থানের মাধোপুরের এক প্রাচীন দুর্গে হয়ে গেল ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের বিয়ে। তাঁদের বিয়ের ছবি নেট দুনিয়ার উত্তাপ কয়েক শ গুণ বাড়িয়ে দিয়েছিল। বলিউড তারকারাও ভিকি-ক্যাটের বিয়ের ছবিগুলো ‘ভালোবাসা’য় ভরিয়ে দিয়েছেন। পাশাপাশি বলিউডের এই তারকা দম্পতিকে আশীর্বাদ আর শুভকামনা জানিয়েছেন সবাই। এখন সবার জানার আগ্রহ, নবদম্পতিকে কোন বলিউড তারকা কী উপহার দিয়েছেন।

বিয়েতে বলিউডের বন্ধুরা দিয়েছেন নানা রকম দামী উপহার
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

গুঞ্জন শোনা যায়, বলিউড থেকে ভিকি-ক্যাট বেশ দামি সব উপহার পেয়েছেন। সালমান খান, রণবীর কাপুর, হৃতিক রোশনরা এই নবদম্পতির জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন। বলিউডের ভাইজান নিজে বিয়েতে উপস্থিত থাকতে পারেননি বটে কিন্তু কানাঘুষা শোনা যাচ্ছে, প্রায় তিন কোটি রুপির রেঞ্জ রোভার গাড়ি উপহার দিয়েছেন তিনি ভিকি–ক্যাটকে। এদিকে রণবীর কাপুর নাকি আড়াই কোটির বেশি দামের একটি নেকলেস উপহার দিয়েছেন ক্যাটরিনাকে।

দুর্গে ছাদে বিয়ের দিনে ক্যাটরিনা
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

ভিকি আর ক্যাটকে বলিউড সুপারস্টার শাহরুখ খান দিয়েছেন কয়েক লাখ রুপির একটি চিত্রকর্ম। এদিকে হৃতিক রোশন দিয়েছেন তিন লাখ রুপির বিএমডব্লিউ জি৩১০ আর বাইক। বলিউড নায়িকা তাপসী পান্নু বন্ধু ভিকিকে নাকি দেড় লাখ রুপির একটি প্লাটিনাম ব্রেসলেট উপহার দিয়েছেন। আলিয়া ভাট তাঁর ঘনিষ্ঠ বান্ধবী। ক্যাটরিনা কাইফ আর ভিকিকে কয়েক লাখ রুপির পারফিউম উপহার দিয়েছেন।

কনে ক্যাটরিনা কাইফ
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

ভিকি আর ক্যাটের বিয়েতে হাতে গোনা কয়েকজন বলিউড তারকা উপস্থিত ছিলেন। জানা গেছে, এ মাসেই তাঁরা মুম্বাইয়ে একটি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছেন। সেখানে উপস্থিত হবেন চলচ্চিত্রজগতের অনেকেই।