মা হচ্ছেন রানী

মা হতে যাচ্ছেন বলিউডের অভিনেত্রী রানী মুখার্জি। সন্তানসম্ভবা রানীর এ তথ্য জানিয়েছেন রানীর ভাই রাজার স্ত্রী টিভি অভিনেত্রী জয়তী মুখার্জি। ভারতের একটি সংবাদমাধ্যমকে জয়তী বলেছেন, ‘হ্যাঁ, রানী সন্তানসম্ভবা’।
আগামী বছরের জানুয়ারিতে মা হবেন রানী। বর্তমানে রানী ও তাঁর স্বামী আদিত্য চোপড়া যুক্তরাজ্য সফরে বলেই জানিয়েছে মুম্বাই মিরর। এর আগে প্রায় এক মাস যুক্তরাজ্যে অবস্থান করে গত সপ্তাহে ভারতে ফেরেন রানী ও আদিত্য। আবারও তাঁরা লন্ডন গেছেন।
সন্তানসম্ভবা রানীকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম নানা ধরনের খবর রটালেও এ বিষয়ে একেবারেই চুপ করে আছেন রানী মুখার্জি। তবে রানীর ঘনিষ্ঠজনের কাছ থেকে এ তথ্য বের করেছে এনেছে মুম্বাই মিরর।
এদিকে, রানীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, লন্ডনে থাকার সময় রানীকে সন্তানসম্ভবারা যে বিশেষ পরিচর্যা নেন তা নিতেও দেখা গেছে।
গত বছরের এপ্রিলে বিয়ে করেন রানী-আদিত্য। সর্বশেষ ২০১৪ সালে ‘মর্দানি’ ছবিতে অভিনয় করেছেন রানী।