রুচি বদলেছে সারার
‘আতরাঙ্গি রে’ ছবির সফলতার জোয়ারে এখনো ভাসছেন সারা আলী খান। আনন্দ এল রাই পরিচালিত এই ছবির পর এখন রুচি বদলেছে সাইফ-অমৃতা কন্যা সারার। বেশ কিছু দিন আগে সারাকে ‘আতরাঙ্গি রে’ ছবিতে অক্ষয় কুমার আর ধানুশের সঙ্গে দেখা গেছে।
ওই ছবিতে তাঁর অভিনয় সবার মনে ধরেছে। এর আগে তাকে বরুণ ধাওয়ানের সঙ্গে ‘কুলি নম্বর ওয়ান’, আর রণবীর সিংয়ের বিপরীতে ‘সিম্বা’ ছবিতে দেখা গিয়েছিল। তবে ‘আতরাঙ্গি রে’ ছবির পর চিত্রনাট্য নির্বাচনের ক্ষেত্রে নিজের দৃষ্টিভঙ্গি বদলেছে সারার।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমার কাছে এখন চরিত্র আর পর্দায় আমার কতক্ষণ উপস্থিতি, তার গুরুত্ব অনেকখানি। কোনো ছবি সই করার আগে আমি দেখে নিচ্ছি যে ছবিতে আমার চরিত্রের কতটুকু গুরুত্ব আছে। আমি ছবির কতটা অংশ জুড়ে আছি। আসলে এসব কিছু আনন্দজির সঙ্গে কাজ করার পর শিখেছি। তাঁর সঙ্গে কাজ করার পর এ বিষয়গুলোকে আমি গুরুত্ব দিতে শুরু করেছি। এখন আমার ভালো চরিত্রের প্রতি লোভ আরও বেড়ে গেছে। আমি এখন আরও বেশি ভালো চরিত্র খোঁজ করছি। আমি নানা স্বাদের ছবি করতে চাই। রোহিত শেট্টি যদি আমাকে আর একটা কমার্শিয়াল ছবির প্রস্তাব দেন, আমি নিশ্চয় করব।’
এই বলিউড অভিনেত্রী আরও বলেন, ‘আমি এখন রিমেক ছবি থেকে আপাতত নিজেকে দূরে রাখব। তবে আনন্দ এল রাই যদি “আতরাঙ্গি রে” ছবির রিমেক করেন, তাহলে নিশ্চয় করব (মজার ছলে)।’ সারা চরিত্র নির্বাচনের ক্ষেত্রে বৈচিত্র্যকে প্রাধান্য দেবেন। তিনি নিজেকে বহুমুখী নায়িকা হিসেবে ছায়াছবির দুনিয়ায় প্রমাণ করতে চান। তাই সারা নানা রঙের আর স্বাদের চরিত্রে নিজেকে মেলে ধরতে চান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাজের সবচেয়ে পছন্দের দিক হলো, এক দিন আমি রণবীর সিংয়ের সঙ্গে হাই এনার্জিতে ভরা গানের সঙ্গে নাচ করব। তার পরের দিন ধানুশের সঙ্গে কোনো দৃশ্যে কাজ করব। এর পরের দিন আবার বরুণের সঙ্গে হাসির কোনো দৃশ্যে অভিনয় করব। আর আমি এভাবেই চিরকাল কাজ করে যেতে চাই।’
সারা প্রথমবার ভিকি কৌশলের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন। লক্ষ্মণ উতেকরের আগামী ছবিতে তাঁদের দেখা যাবে। গত মাসেই এই ছবির শুটিং শেষ করেছেন সারা।