বিনায়ক ১৯৪৮ সালে মারা যাওয়ার পর লতার দেখভাল করেন সংগীত পরিচালক গুলাম হায়দার। তিনি প্রথম লতাকে ১৯৪৮ সালে ‘মজবুর’ ছবিতে ব্রেক দেন। সে সময় ‘দিল মেরা তোড়া, মুঝে কাঁহি কা না ছোড়া’ গানটি ব্যাপক জনপ্রিয় হয়। ১৯৫০ সাল থেকে ১৯৬০ সাল পর্যন্ত নানান ঘরানার গান করেন লতাইনস্টাগ্রাম