এমনিতে বলিউডপাড়ায় সোনমকে ‘ক্ল্যাসি নায়িকা’ বলেই ডাকেন অনেকে। সোনম কাপুর মানেই লার্জার দ্যন লাইফ জীবনযাপন, ফ্যাশন সচেতন। আর সেই অভিনেত্রীর প্লেটেই কিনা ঢ্যাঁড়স?
অন্তঃসত্ত্বা অভিনেত্রী বর্তমানে স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডনেই থাকেন বেশির ভাগ সময়। সেখানে স্বামী আনন্দও দিনরাত খেয়াল রাখছেন সোনমের। প্রথম সন্তানের জন্য বিশেষ যত্ন নিচ্ছেন সোনম কাপুর নিজের। তাই পুষ্টিকর খাওয়াদাওয়াতে মন দিয়েছেন খাদ্যরসিক সোনম।
জানা গেছে, অন্তঃসত্ত্বা হওয়ায় শরীর-স্বাস্থ্য ঠিক রাখতে বাড়িতেই নিয়মিত ব্যায়াম করছেন সোনম কাপুর। সম্প্রতি সেই শরীরচর্চার ভিডিও শেয়ার করেছিলেন হবু মা। নিজের ইনস্টা স্টোরিতে মধ্যাহ্নভোজের ছবি শেয়ার করেন অভিনেত্রী। সেখানেই দেখা গেল অন্তঃসত্ত্বা নায়িকার পাতে ঢ্যাঁড়স। ক্যাপশনে লিখেছেন, ‘বাড়ির রান্না।’
হবু মায়েদের এই সময়ে বাড়ির পছন্দসই খাবারই বেশি প্রাধান্য পায়। কাজেই তারকা বা তারকা কন্যা হওয়া সত্ত্বেও সোনম কাপুরের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।
২০১৮ সালের ৮ মে বিয়ে করেন সোনম কাপুর ও ব্যবসায়ী আনন্দ আহুজা। সোনমের বাবা অনিল কাপুর, মা সুনীতা, ভাই হর্ষ, বোন রেহা ইতিমধ্যে সোনমের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা উদ্যাপন করেছেন। মেয়ে সোনমের মা হওয়ার খবরে যারপরনাই খুশি অনিল কাপুর।