লাখ লাখ টাকা দামের সাইকেল চালান তাঁরা
বলিউড তারকাদের মধ্যে কারও দামি গাড়ির শখ, কারোরবা বাইকের। কেউ কেউ আবার সাইকেল চালাতে দারুণ ভালোবাসেন। সাইকেলের ব্যাপারে তাঁরা বেশ শৌখিন। অনেক তারকার কাছে বেশ নামি ব্র্যান্ডের দামি সাইকেল আছে। তাঁদের কাছে সাইকেল অনেক সময় ‘স্ট্যাটাস সিম্বল’। সুযোগ পেলেই প্রিয় বাহনে সওয়ার হয়ে মুম্বাইয়ের রাজপথে বেরিয়ে পড়েন তাঁরা। আর অনেকে সাইক্লিংয়ের মাধ্যমে একটু শরীরচর্চাও করে নেন। ফিটনেস ট্রেনারদের মতে, সাইক্লিংয়ের সাহায্যে দারুণ ওয়ার্কআউট করা যায়।
সালমান খান
মুম্বাইয়ের রাস্তায় ভাইজানকে হরহামেশাই সাইকেলে সওয়ারি করতে দেখা যায়। পানভেলে নিজের ফার্ম হাউসেও সাইকেলে চক্কর মারেন সালমান। এমনকি অনেক ছবির সেটেও সাইকেল চালিয়ে তাঁকে ঘুরতে দেখা গেছে। জিমে যেতে না পারলে সাইকেলের সাহায্যে শরীরচর্চা করেন তিনি। সালমান তাঁর নিজস্ব ব্র্যান্ড ‘বিইং হিউম্যান’–এর সাইকেল চালান। এই ব্র্যান্ডের সাইকেলের দাম ৪০ থেকে ৬০ হাজার রুপি।
রণবীর কাপুর
সাইক্লিংয়ে শরীরচর্চা করতে বেশ পছন্দ করেন রণবীর কাপুর। বান্দ্রার পথঘাটে তাঁকে সাইক্লিং করতে দেখা যায়। গত বছর রণবীর ‘মেট এক্স’ ফোল্ডেবল ইলেকট্রিক সাইকেলের মালিক হয়েছেন। তবে কানাঘুষা শোনা যায় যে এই স্মার্ট সাইকেল রণবীরকে তাঁর জন্মদিন উপলক্ষে প্রেমিকা আলিয়া ভাট উপহার দিয়েছেন। জানা গেছে, এই স্মার্ট সাইকেলের দাম ১ লাখ ৪৬ হাজার রুপি। এই সাইকেলে এক হাজার ওয়াটের শক্তিশালী মোটর আর স্মার্ট ডিসপ্লে আছে।
শহীদ কাপুর
শহীদ কাপুর গাড়ির তুলনায় বাইকের প্রতি বেশি আসক্ত। ফিটনেসেও তাঁর সাইকেল বেশি পছন্দ। কয়েক সপ্তাহ আগে শহীদ তাঁর নতুন বাহনের এক ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছিলেন। জানা গেছে, বিশেষ এই ইলেকট্রিক সাইকেলের দাম আড়াই থেকে তিন লাখ রুপি।
আয়ুষ্মান খুরানা-তাহিরা কশ্যপ
আয়ুষ্মান–তাহিরা দম্পতি ফিটনেস নিয়ে খুবই সচেতন। গত লকডাউনের সময় আয়ুষ্মান আর তাহিরা অনেকটা সময় নিজের শহর চণ্ডীগড়ে কাটিয়েছেন।
এখানে থাকাকালীন তাঁরা একটি সাইকেল কিনেছিলেন, যার ঝলক আয়ুষ্মান সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ফ্যানদের দেখিয়েছেন। আয়ুষ্মানের কাছে একটি স্কট সাইকেল আছে। বিশেষ এই সাইকেলের দাম তিন থেকে ছয় লাখ রুপি হবে। আর তাহিরা কশ্যপের কাছে ফায়ারফক্স স্নিপর ডি আছে। এই সাইকেলের দাম প্রায় ৩০ হাজার রুপি।
সারা আলী খান
সারার ‘ফ্যাট টু ফিট’ জার্নি কারও অজানা নেই। নিজেকে ফিট রাখার জন্য প্রায়ই সাইক্লিং করেন এই বলিউড নায়িকা। লকডাউনের সময় ভাই ইব্রাহিমের সঙ্গে অনেকবার তাঁকে সাইকেল চালাতে দেখা গেছে। তবে সারার ইউ বেন্ড চেসিসের ভগ সাইকেলের দাম কিছুটা সাধ্যের মধ্যে। জানা গেছে, এই ব্র্যান্ডের সাইকেলের দাম ১০ থেকে ১৫ হাজার রুপি।
সুরজ পাঞ্চলি
সাইক্লিং আদিত্য পাঞ্চলির পুত্র অভিনেতা সুরজের রোজকার শরীরচর্চার অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তবে বলিউডের এই তরুণ অভিনেতার কাছে একটা নয়, দুটি দামি সাইকেল আছে। তাঁর কাছে মিয়ামি নীল রঙের ফ্যাক্টর জিরো টু আর বিইং হিউম্যান বিএইচ ১২ আছে। দুনিয়ায় অন্যতম দামি সাইকেলের একটি ‘ফ্যাক্টর’। ফ্যাক্টর সাইকেলের দাম সাড়ে পাঁচ থেকে আট লাখ রুপি।
জহির ইকবাল
সালমান খান প্রযোজিত ‘নোটবুক’ ছবির মাধ্যমে হিন্দি ছবির দুনিয়ায় এসেছিলেন জহির ইকবাল। বলিউডের এই নবাগত অভিনেতার সাইকেলের খুব শখ। জহিরের কাছে নীল রঙের ইলেকট্রিক সুপারস্টাইলিশ এক সাইকেল আছে। সাইকেলটির দাম প্রায় দেড় লাখ রুপি।