লোকে যা–ই বলুক, যায় আসে না তাঁর

সোনাক্ষী সিনহা

এখন তাঁর সহ্য হয়ে গেছে। ইন্ডাস্ট্রিতে পা রাখা মাত্র সোনাক্ষী সিনহাকে বডি শেমিংয়ের শিকার হতে হয়েছে বারবার। এখন এসবকে মোটেও পাত্তা দেন না তিনি। তবে এবার এসব বন্ধ হওয়া উচিত বলে মনে করেন এই বলিউড অভিনেত্রী। কারণ, বডি শেমিং মানুষের মনের ওপর গভীর প্রভাব ফেলে। খুব শিগগির সোনাক্ষীকে এমনই এক বিষয়ের ওপর নির্মিত ছবি 'ডাবল এক্সএল'-এ দেখা যাবে।
বডি শেমিংয়ের মতো উটকো সমস্যাকে রুপালি পর্দায় আনতে চলেছেন পরিচালক সাতরাম রামানি। 'ডাবল এক্সএল' ছবিতে সোনাক্ষী ছাড়া আরও দেখা যাবে হুমা কোরেশিকে। এই ছবি প্রসঙ্গে সোনাক্ষী বলেছেন, '“ডাবল” এক্সএল ছবির চিত্রনাট্য আমার আর হুমার কাছে আসামাত্রই আমাদের দুজনকেই দারুণভাবে নাড়া দেয়। এ ছবিটা আমি হুমা কোরেশি ছাড়া আর কারও সঙ্গে করার কথা ভাবতেই পারি না। আমাদের জন্য এই ছবি খুবই জরুরি। কারণ, আমরা দুজনে নানা সময়ে বডি শেমিংয়ের শিকার হয়েছি। অতিরিক্ত ওজনের কারণে নানান কথা আমাদের শুনতে হয়েছে। ক্যারিয়ারের শুরু থেকে আমাদের সঙ্গে এটা ঘটে আসছে। আজও একই রকমভাবে আমাদের সঙ্গে ঘটছে। এর যেন শেষ নেই!'

সোনাক্ষী সিনহা

সোনাক্ষী আরও বলেন, 'আপনার সাইজ যা–ই হোক না কেন, লোকে আপনার ব্যাপারে কথা বলবেই। এখন এসব অনর্থক বলে মনে হয়। আমরা সব সময় রং, লিঙ্গ ও জাতি নিয়ে নানান কথা বলি। তাহলে ওজন বা শরীরের সাইজ কেন বাদ যাবে। এই ভেদাভেদ আমাদের বন্ধ করা উচিত। তাই ডাবল এক্সএল-এর মতো ছবি খুব জরুরি। এই ছবিতে এমন দুই নারীর কথা বলা হয়েছে, যাদের প্রতিভা আছে। যারা নিজের শর্ত অনুযায়ী বাঁচে। তবে মুশকিল যে বাস্তব জীবনে এমন ঘটলে মানুষ তা কিছুতেই হজম করতে পারে না।'

সোনাক্ষী 'ডাবল এক্সএল' ছবি সম্পর্কে আরও নানান কথা বলেছেন। তিনি জানান যে এই ছবির সঙ্গে লকডাউনের যোগ আছে। চরিত্র অনুযায়ী নিজেকে রাঙিয়ে তুলতে হুমা আর সোনাক্ষীকে অনেক কসরত করতে হয়েছে। এ প্রসঙ্গে সোনাক্ষী বলেন, 'চরিত্রের উপযোগী হয়ে উঠতে আমাকে আর হুমাকে প্রচুর ওজন বাড়াতে হয়েছে। আমি আর হুমা দুজনে যখন এই ছবির শুটিং করেছিলাম, তখন আমরা একটু স্লিম ছিল। পরে আমরা প্রচুর ওজন বাড়াই। আমি আর হুমা দুজনে এমনিতে ভোজনরসিক। তাই আমরা মন ভরে খেয়েছি।

ফিট হয়ে তবেই পর্দায় এসেছেন সোনাক্ষী
ছবি: ইনস্টাগ্রাম

দুজনে খুব উপভোগ করেছি। তবে ছবির শুটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আগের নিয়মে ফিরে এসেছি। আর হেলদি লাইফস্টাইল ফলো করেছি।' এই বলিউড অভিনেত্রী আরও বলেন, 'আমি আর হুমা একে অপরের খুবই কাছের। একদিন আমরা দুজনে আরাম করে বসে খোশমেজাজে গল্প করছিলাম। মুদসসর আজিজ আমাদের দেখে বলেন, আমাদের ওপর ছবি বানানো প্রয়োজন। আর সত্যি সত্যি তা–ই হলো।'
'ডাবল এক্সএল' ছবিতে হুমা আর সোনাক্ষী ছাড়া জাহির ইকবাল আছেন। এই ছবির গল্প লিখেছেন মুদসসর আজিজ।

সোনাক্ষী সিনহা