শাহরুখের ছেলেকে এক দিনের হেফাজতে নিল এনসিবি

জামিন পাননি আরিয়ান খান। বরং শাহরুখ খানের ছেলেকে এক দিনের জন্য ভারতের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের (এনসিবি) হেফাজতে দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাঁকে এক দিনের হেফাজতে রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ছেলে আরিয়ান খানের সঙ্গে শাহরুখ খান
ইনস্টাগ্রাম থেকে নেওয়া

এর আগে সিনিয়র আইনজীবী মাজেদ মেমন বলেছিলেন, ‘যত দূর জানা গেছে, তাতে আরিয়ানের কাছ থেকে উদ্ধার হওয়া মাদকের পরিমাণ অল্প। বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য এটা রাখা হয়নি। ব্যক্তিগত ব্যবহারের জন্য রাখা হয়েছিল। তাই আরিয়ানের মামলাটি জামিনযোগ্য।’ শেষ পর্যন্ত অবশ্য তেমনটা ঘটতে দেখা গেল না, তাঁকে এক দিনের হেফাজতে নিল এনসিবি।

আরিয়ান খান সেই পার্টিতে মাদক নেওয়ার কথা স্বীকার করেছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

আগের রাতে মাদকসহ আটক, এরপর ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ—তারপর আজ রোববার দুপুরে গ্রেপ্তার হন শাহরুখ খানপুত্র আরিয়ান খান। এনসিবি কর্মকর্তারা গতকাল শনিবার রাতে মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল প্রমোদতরিতে অভিযান চালিয়ে আটজনকে আটক করেন। তাঁদের অভিযোগ, সেখানে মাদক পার্টি চলছিল। আটক আটজনের মধ্যে শাহরুখপুত্র আরিয়ান খানও ছিলেন।

স্ত্রী গৌরী খান আর তিন সন্তান আরিয়ান, সুহানা ও আব্রামের সঙ্গে শাহরুখ
ছবি: ইনস্টাগ্রাম

এনসিবির বরাতে এর আগে ভারতীয় গণমাধ্যম জানিয়েছিল, আরিয়ান খানের মুঠোফোন জব্দ করা হয়েছে। তাঁর হোয়াটসঅ্যাপ পর্যবেক্ষণ করে দেখছেন সংস্থাটির কর্মকর্তারা। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, আরিয়ান খান পার্টিতে মাদক নেওয়ার কথা স্বীকার করেছেন। তবে অনুশোচনা করে জানিয়েছেন, মাদক নিয়ে ভুল করেছেন তিনি। আরিয়ান দাবি করেছেন, এর আগে কখনো এমন কিছু গ্রহণ করেননি তিনি। গ্রেপ্তারের পর তাঁকে জে জে হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়।