শাহরুখ শুটিংয়ে!
শুটিংয়ে অংশ নিচ্ছেন শাহরুখ খান! এমন কথায় শাহরুখভক্তদের চোখ কপালে ওঠারই কথা। কারণ, জীবনের অত্যন্ত খারাপ একটি সময় এখন পার করছেন এই অভিনেতা। মাদক মামলায় ছেলে আটক। তাই বাতিল করেছেন সব শুটিং। কিন্তু এই সময়েই দক্ষিণি পরিচালক অ্যাটলির নতুন ছবিতে অংশ নেওয়া কথা ছিল। শাহরুখের অনুপস্থিতিতে সিনেমাটিতে তাঁর জায়গায় বডি ডাবল হিসেবে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন আরেক অভিনেতা প্রশান্ত।
বলিউড হাঙ্গামা সূত্রে জানা যায়, অভিনেতা প্রশান্ত ওয়াদিকে শাহরুখ খানের মতো করে সাজানো হয়েছে। শাহরুখ খানের অনুপস্থিতিতে তাঁকে দিয়েই আপাতত লং শটে বা পেছন থেকে কিছু দৃশ্যের শুটিং করতে হচ্ছে। অ্যাটলির টিম এখন মুম্বাইয়ের কাম্বালা হিলে শুটিং করছেন। সিনেমাটিতে মাত্র ২০ দিনের শুটিং হয়েছে। বাকি আছে এখনো ১৮০ দিনের শুটিং।
শাহরুখ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘জিরো’ বক্স অফিসে ব্যর্থ হয়। প্রায় দুই বছর সময় নিয়ে ‘পাঠান’ ও অ্যাটলির সিনেমাটায় নাম লেখান। আগামী বছর মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে ‘পাঠান’। ইতিমধ্যে সিনেমাটির মুম্বাই অংশের শুটিং শেষ করেছেন। ১০ অক্টোবর থেকে দ্বিতীয় লটের শুটিং হওয়ার কথা ছিল স্পেনে। আরিয়ানের ঘটনায় সিনেমাটির শুটিং স্থগিত আছে। সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন।
ইন্ডিয়ান টাইমস সূত্রে জানা যায়, আপাতত ছেলেকে জামিনে ছাড়িয়ে আনাই শাহরুখের মূল লক্ষ্য। স্বভাবতই ছেলেকে এ অবস্থায় রেখে দেশও ছাড়তে চান না শাহরুখ। এ জন্য প্রযোজনা সংস্থার কাছে স্পেনের শুটিং শিডিউল আপাতত স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন এই অভিনেতা।