শিগগিরই বাগদান সারবেন ভিকি, কিন্তু পাত্রী কে
বলিউডে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের প্রেমের গুঞ্জন বেশ পুরোনো। তবে দুই তারকার কেউই এ বিষয়ে মুখ খোলেননি। তাতে অবশ্য গুজব ছড়ানো বন্ধ হয়নি। শোনা গেছে, শিগগিরই নাকি বাগদান সারতে যাচ্ছেন ক্যাটরিনা ও ভিকি। পাপারাজ্জিরা ক্যাটরিনা কাইফের সঙ্গে রোকার গুজবও ছড়িয়েছেন। এ নিয়ে বেজায় বিরক্ত ভিকি। এত দিন কিছু না বললেও এবার মুখ খুললেন তিনি।
সম্প্রতি আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে ভিকি কৌশলের নতুন ছবি ‘সর্দার উধম’। সেই ছবির প্রচারে সাংবাদিকদের খোঁচা দিয়ে ভিকি কৌশল বলেন, ‘এই খবর আপনাদের বন্ধুরাই ছড়িয়েছে।’ এরপর একটু থেমে তিনি ঘোষণা দেন, ‘খুব তাড়াতাড়িই আমি বাগদান সারব, যখন সঠিক সময় আসবে। এ সময়ও আসবে।’
তবে সেই বাগদান ভিকি কার সঙ্গে সারবেন, এ নিয়ে এখন গুঞ্জন। বলিউডজুড়েই ফিসফাস—ক্যাটরিনাকেই কথা দেবেন ভিকি। কারণ, বলিউডের বন্ধুদের জন্য একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলেন ভিকি। সেখানে উপস্থিত ছিলেন ভিকির ‘বিশেষ বন্ধু’ ক্যাটারিনা কাইফ। শুধু তা–ই নয় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিকি কৌশলের নতুন ছবি ‘সর্দার উধম’-এর একটি পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘ভিকি কৌশল খুবই গুণী ও সৎ অভিনেতা।’
শুধু কি তা–ই, করণ জোহরের চ্যাট শোতে এসে ক্যাটরিনা বলেছিলেন, নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে তাঁর ভালো লাগে ভিকি কৌশলকে। আবার ভিকিও যে ক্যাটরিনাকে পছন্দ করেন, তা–ও ওই একই চ্যাট শোতে জানা গিয়েছিল। আরেকটি কথা বলে রাখা দরকার, দুজনেরই ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা হর্ষবর্ধন কাপুর গণমাধ্যমকে বলেছিলেন, ‘ভিকি ও ক্যাটরিনা প্রেম করছে। এটা সত্য। কিন্তু এটা বলার জন্য আমাকে কি সমস্যায় পড়তে হবে? আমি জানি না।’