‘সবাই আপনার পাশে আছে’, শাহরুখের কাছে রাহুল গান্ধীর চিঠি

ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করতে জেলখানায় যান শাহরুখ খান

মাদক মামলায় প্রায় এক মাস জেলে ছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। অবশেষে তাঁর জামিন হয়েছে। কোনো মাদক পাওয়া যায়নি তাঁর কাছে। এই কঠিন সময়ে সমালোচনার মুখে পড়েছিলেন শাহরুখ খান ও গৌরী। সন্তানকে ঠিকঠাক সুশিক্ষা দিতে পারেননি, এমন অভিযোগও তাঁদের বিরুদ্ধে উঠেছে। অনেকে শাহরুখের পাশে দাঁড়িয়েছেন। অনেকে আবার চুপ ছিলেন। এবার শোনা গেল, শাহরুখের পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করণে বলা হয়েছে, কঠিন এই সময়ে এক চিঠিতে খান পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গত ১৪ অক্টোবর রাহুল গান্ধীর লেখা ওই চিঠি মান্নাতে পৌঁছেছে। শাহরুখের একটি ঘনিষ্ঠ সূত্র এটি জানিয়েছে। সে সময় আর্থার রোডের জেলে বন্দী ছিলেন আরিয়ান। রাহুলের বার্তা, ‘সত্য বেশি দিন চাপা থাকে না, তা প্রকাশ্যে আসবেই।’

সেই চিঠিতে রাহুল আরও লিখেছেন, ‘আমি জানি, আপনি খুব দয়ালু মানুষ এবং নিজের প্রচেষ্টায় সারা দেশে আপনার নাম-যশ ছড়িয়ে আছে। এ কারণে সবাই আপনার পাশে আছে।’

কংগ্রেস নেতা রাহুল গান্ধী
ছবি: রয়টার্স

যদিও এই চিঠির ব্যাপারে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি কংগ্রেস মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা। তাঁর কথায়, ‘এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। যদি এই ধরনের কোনো চিঠি রাহুলজি পাঠিয়েও থাকেন, সেটি একান্ত ব্যক্তিগত বিষয় এবং সেটি গোপন থাকাই কাম্য।’

গত ২ অক্টোবর মুম্বাই উপকূলে কর্ডেলিয়া প্রমোদতরি থেকে এনসিবি আটক করে শাহরুখের ছেলে আরিয়ান খানকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বারবার জামিন চাওয়া হলেও পাননি আরিয়ান। তাঁকে থাকতে হয় আর্থার রোডের জেলে। অবশেষে ২৮ অক্টোবর বোম্বে হাইকোর্ট আরিয়ানের জামিন মঞ্জুর করেন।