সুইডিশ কন্যার স্বপ্নপূরণ

এলি আভ্রাম
ইনস্টাগ্রাম

স্বপ্নের খোঁজে বিটাউনে ১০ বছর পার করে ফেলেছেন সুইডিশ কন্যা এলি আভ্রাম। মায়ানগরী মুম্বাইতে এসেছিলেন তিনি নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে। অবশেষে সুইডেন থেকে আসা এই তরুণীর স্বপ্ন পূরণ হয়েছে। দক্ষিণি তারকা ধনুশের বিপরীতে অভিনয় করে খুশির জোয়ারে ভাসছেন এই সুইডিশ কন্যা।
সম্প্রতি তামিল ছবি 'ন্যানে বরুবেন' ছবিতে  এলি তাঁর অংশের শুটিং শেষ করেছেন। এই ছবিতে ধনুশের মতো তারকার বিপরীতে অভিনয় করেছেন তিঁনি। এলি সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবির সেটের ছবি শেয়ার করে ভক্তদের জানান, এই ছবির শুটিং শেষ হওয়ার কথা।

এলি আভ্রাম
ইনস্টাগ্রাম

এলি আভ্রাম তাঁর এই দক্ষিণি ছবি প্রসঙ্গে জানান, 'আমি আমার এই ছবির কথা সবাইকে জানাতে পেরে দারুণ খুশি। ধনুশের মতো তারকার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত। তার থেকে অনেক কিছু শেখা যায়। “ন্যানে বরুবেন” ছবিটি আমার হৃদয়ের খুব কাছের। সেলভারাঘাভান স্যার পরিচালক হিসেবে দুর্দান্ত। তিনি এই ছবির জন্য তাঁর জান–প্রাণ লাগিয়ে দিয়েছেন। এই ছবির সঙ্গে যুক্ত সবাই অত্যন্ত পেশাদার। এই ছবির একজন হয়ে উঠতে পেরে আমি নিজেকে ভাগ্যবতী মনে করছি। আমি এই ছবির মুক্তির অপেক্ষায় আছি।’

এলি আভ্রাম
ইনস্টাগ্রাম

এলির এই বছরটা দুর্দান্ত হতে চলেছে। তাকে টাইগার শ্রফের সঙ্গে ‘গণপত’, আর অমিতাভ বচ্চনের সঙ্গে 'গুডবাই' ছবিতে দেখা যাবে। গত ফেব্রুয়ারিতে ছবির দুনিয়ায় এক দশক পার করে ফেলেছেন এই সুইডিশ তরুণী। তিনি ভারতে আসা নিয়ে আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'আমি ভারতে আসার জন্য একটু একটু করে টাকা জমিয়েছিলাম। আজ আমার সব পুঁজি প্রায় শেষের পথে। বলিউডে নিজের জায়গা করতে সব সঞ্চিত অর্থ প্রায় শেষ করে ফেলেছি।’

এলি আভ্রাম
ইনস্টাগ্রাম

তিনি আরও বলেন, 'এই ১০ বছরের ভ্রমণে যাঁরা আমার ভালো–মন্দ দুই সময় আমাকে মনোবল দিয়েছেন। আমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন, আমার পাশে ছিলেন, তাঁদের কৃতজ্ঞতা জানাতে চাই। আমার ক্যারিয়ারের ১০ বছরে অনেক চড়াই–উতরাই ছিল। তবে আমি কখনো হাল ছাড়িনি।’