সোনালি বেন্দ্রের ক্যানসার!

সোনালি বেন্দ্রে
সোনালি বেন্দ্রে

ইরফান খানের পর বলিউডের জন্য আরেকটি খারাপ খবর, সোনালি বেন্দ্রের দেহে ‘হাই গ্রেড’ ক্যানসার ধরা পড়েছে। আজ বুধবার দুপুর ১২টা নাগাদ টুইটারের একটি পোস্ট করে তা সবাইকে জানিয়েছেন বলিউডের জনপ্রিয় তারকা নিজেই। তাঁর বয়স ৪৩। সোনালি বেন্দ্রে এখন আছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখান থেকে আবেগঘন এই পোস্টে তিনি লিখেছেন, ‘যখন খারাপ কিছু আশা করি না, তখনই জীবন চমকে দেয়৷ আমি হাই গ্রেড ক্যানসারে আক্রান্ত হয়েছি৷ চিকিৎসা শুরু হয়েছে৷ শরীরে ছড়িয়ে গেলেও আমি টের পাইনি। কয়েক দিন ধরে শরীরে ব্যথা অনুভব করছিলাম৷ চিকিৎসকের কাছে যেতেই দ্রুত চিকিৎসা শুরু হয়৷ বিভিন্ন পরীক্ষার পর জানতে পারি, আমি ক্যানসারে আক্রান্ত।’

তিনি আরও লিখেছেন, ‘আমার পরিবার আর বন্ধুদের কাছে কৃতজ্ঞ৷ তাঁরা আমার পাশে যেভাবে এসে দাঁড়িয়েছেন, যেভাবে সহযোগিতা করেছেন, তা বলে বোঝাতে পারব না৷ আমার ভাগ্য খুবই ভালো, কারণ আমি এমন মানুষদের পাশে পেয়েছি৷ সবাইকে ধন্যবাদ৷’

ক্যানসারের চিকিৎসার ব্যাপারে তিনি লিখেছেন, ‘আমার পরিস্থিতি খুব খারাপের দিকে চলে যায়। সঙ্গে সঙ্গে আমাকে কিছু সিদ্ধান্ত নিতে হয়। এ ছাড়া কোনো উপায় ছিল না৷ আমার চিকিৎসকেরা যা পরামর্শ দিচ্ছেন, আমি তা-ই অনুসরণ করছি৷ আপাতত আমার চিকিৎসা হচ্ছে নিউইয়র্কে৷ সুস্থ হওয়ার ব্যাপারে আমি তো খুবই আশাবাদী৷ জীবনের এই লড়াইয়ে যাতে জয়ী হতে পারি, তার জন্য সবাই প্রার্থনা করবেন৷ এত কিছু পরও আমার মনের জোর অটুট আছে৷ পরিবার আর বন্ধুদের পাশে নিয়েই আমি এই লড়াই করছি।’

সোনালি বেন্দ্রে
সোনালি বেন্দ্রে

সোনালি বেন্দ্রের এই টুইট বার্তার পর বলিউডে তাঁর সহকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার তৈরি হয়। করণ জোহর, মনীশ মালহোত্রা, সন্দীপ খোসলা, অর্জুন কাপুর, রাম কমল মুখোপাধ্যায়, রীতেশ পিল্লাই, সোনম কাপুরসহ অনেকেই এরই মধ্যে সোনালিকে পাল্টা টুইট করে তাঁর পাশে থাকার আশ্বাস দেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

সোনালি বেন্দ্রের প্রথম ছবি ‘আগ’ মুক্তি পায় ১৯৯৪ সালে। এই ছবির জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কার পান। এরপর ২০১৩ সাল পর্যন্ত তিনি অর্ধশতাধিক ছবিতে অভিনয় করেছেন। তাঁর বেশির ভাগ ছবি ব্যবসাসফল হয়েছে। অভিনয় করেছেন তামিল, তেলেগু, মারাঠি আর কান্নাড়া ভাষার ছবিতে। এ ছাড়া তিনি দুটি রিয়েলিটি শোর বিচারক হয়েছেন—লাইফ ওকে চ্যানেলে ‘আজিব দস্তান হ্যায় ইয়ে’ আর জি টিভির ‘ইন্ডিয়াস বেস্ট ড্রামেবাজ’।