default-image

তাই ভক্তদের সাবধান করে তিনি টুইটারে লিখেছেন, ‘নমস্কার, আপনাদের সবাইকে জানাতে চাই যে গতকাল থেকে আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিছুতে ব্যবহার করতে পারছি না। মনে হচ্ছে, এটা হ্যাক হয়ে গেছে। আমি এটাকে তাড়াতাড়ি ঠিক করার চেষ্টা করছি। এর মধ্যে আমার অ্যাকাউন্টের মাধ্যমে যদি কিছু অদ্ভুত কাণ্ড ঘটে, তা থেকে সজাগ থাকবেন, ধন্যবাদ।’ ইয়ামি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুই দিন আগে শেষ পোস্ট করেছিলেন। এ পোস্টে তিনি তাঁর আগামী ছবির গানের এক ভিডিও শেয়ার করেছিলেন।

default-image

৭ এপ্রিল মুক্তি পেতে চলেছে ইয়ামি অভিনীত ছবি ‘দশবি’। এ ছবিতে তাঁর সঙ্গে আছেন অভিষেক বচ্চন, নিমরত কাউর। ইয়ামিকে এ ছবিতে দুঁদে জেলারের চরিত্রে দেখা যাবে। ‘দশবি’ নেটফ্লিক্সে মুক্তি পাবে। এ ছাড়া তাঁকে ‘ও মাই গড টু, লস্ট’ ছবিতে দেখা যাবে। তাঁকে শেষ পর্দায় দেখা গেছে ‘অ্যা থার্সডে’ ছবিতে। ছবিটি ওটিটিতে মুক্তি পেয়েছিল।

বলিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন