১৪০ কোটি টাকার অ্যাপার্টমেন্ট কিনে কাদের প্রতিবেশী হলেন রণবীর–দীপিকা?
নানানভাবে খবরের শিরোনামে উঠে আসেন বলিউড সুপারস্টার রণবীর সিং। সম্প্রতি ‘কফি উইথ করণ সিজন ৭’-এ নিজের ব্যক্তিগত জীবনের কথা ফাঁস করে আলোচনায় উঠে এসেছিলেন তিনি। 'বিগ বস ওটিটি'-র সঞ্চালক হিসেবে তাঁর নাম উঠে এসেছিল। কিন্তু রণবীর সঞ্চালনা করছেন না, এ খবরও উঠে এসেছে। এরপর খবর এসেছিল যে ‘শক্তিমান’-এ রণবীরকে গঙ্গাধরের চরিত্রে দেখা যাবে। এবার এক অন্য কারণে নেট দুনিয়ায় নতুন করে আলোচনায় এসেছেন তিনি। জানা গেছে, সমুদ্রসৈকতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন রণবীর।
রণবীর যে বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্ত, তা আর কারও জানতে বাকি নেই। তাঁর জুতা থেকে টুপি—সবকিছুই সবার নজর কাড়ে। এবার এক চোখধাঁধানো, অত্যন্ত দামি অ্যাপার্টমেন্ট কিনে সবাইকে তাক লাগিয়ে দিলেন তিনি। কী আছে সেই অ্যাপার্টমেন্ট?
মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় রেসিডেন্সিয়াল টাওয়ার ‘সাগর রেশ’'-এ অ্যাপার্টমেন্টটি কিনেছেন রণবীর। আবাসনটি শাহরুখ খানের ‘মান্নাত’ আর সালমান খানের ‘গ্যালাক্সি’ আবাসনের মাঝামাঝি জায়গায়। তাই বলিউডের এই তিন তারকা এখন প্রতিবেশী হতে চলেছেন।
জানা গেছে, রণবীর এই অ্যাপার্টমেন্ট ১২০ কোটি রুপির বিনিময়ে কিনেছেন, যা বাংলাদেশি মুদ্রায় ১৪০কোটি টাকা। ‘সাগর রেশ’ বহুতলের ১৬ থেকে ১৯ তলাজুড়ে রণবীর আর দীপিকা পাড়ুকোন তাঁদের স্বপ্নের বাসা বাঁধতে চলেছেন। এই দম্পতি তাঁদের স্বপ্নের বাসা থেকে সমুদ্রের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
রণবীরের এই নতুন ফ্ল্যাট ১১, ২৬৬ বর্গফুট জায়গাজুড়ে। আর ১ হাজার ৩০০ বর্গফুটের এক বিশেষ ছাদ আছে। শুধু তা–ই নয়, রণবীর ১৯টি গাড়ি পার্কিং করার বিশেষ সুবিধাও পাবেন এ আবাসনে। অ্যাপার্টমেন্টের নিবন্ধীকরণের সময় স্ট্যাম্প ডিউটি হিসেবে রণবীরকে ৭ দশমিক ১২ কোটি রুপি দিতে হয়েছে। ‘সাগর রেশম’ আবাসনের ১৬ তলায় চারটি বেডরুম আর একটা রান্নাঘর ও হল আছে। আর বাকি তিনটা ফ্লোর পেন্টহাউস।
রণবীরকে শেষ ‘জয়েশভাই জোরদার’ ছবিতে দেখা গিয়েছিল। বক্স অফিসে ছবিটি মুখ থুবড়ে পড়েছিল। তাঁকে আলিয়া ভাটের সঙ্গে ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবিতে দেখা যাবে। আর রোহিত শেট্টির ‘সার্কাস’ ছবিতে আসতে চলেছেন তিনি।