যে কারণে প্রথমবার অভিনয় থেকে বিরতি নিলেন আমির খান

‘লাল সিং চাড্ডা’য় আমির খান
ছবি : সংগৃহীত

এমনিতেই তিনি সিনেমা করেন কম। দুই কি তিন বছর পর পর তাঁর সিনেমা মুক্তি পায়। ভক্তরা মুখিয়ে থাকেন আমির খানের নতুন সিনেমা দেখার জন্য। কারণ প্রতি ছবিতেই কিছু না কিছু নতুন চমক নিয়ে হাজির হন অভিনেতা। তবে দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে বিরতির ঘোষণা দিলেন আমির। যা তাঁর নতুন সিনেমা দেখতে ভক্তদের অপেক্ষা আরও দীর্ঘতর করবে।

আমির খান

সময়টা ভালো যাচ্ছে না আমিরের। গত আগস্ট মাসে তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে ডাহা ফ্লপ করেছে। ছবিটিকে ঘিরে নানা ধরনের সমালোচনাও সইতে হয়েছে আমিরকে। এর মধ্যেই খবর রটে, ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার আবারও একটি রিমেক ছবিতে অভিনয় করবেন অভিনেতা। শুরু হয় নতুন করে সমালোচনা।

আরও পড়ুন

তবে সম্প্রতি এক অনুষ্ঠানে আমির খান জানিয়েছেন, ছবিটিতে তিনি থাকবেন প্রযোজকের ভূমিকায়। অভিনয় করবেন না।
সাক্ষাৎকারেই আমির জানান, ‘ভেবেছিলাম “লাল সিং চাড্ডা”র পর “চ্যাম্পিয়ন” বলে ছবিটি করব। দুর্দান্ত চিত্রনাট্য, খুব ভালো গল্প, অসাধারণ একটা ছবি। তবে এতে আমি থাকব প্রযোজক হিসেবে।’

আমির খান

আমির জানান, অভিনয় থেকে বিরতি নেওয়ার কারণ, ‘ছবির গল্পটা দারুণ। কিন্তু আমার মনে হয়েছে একটা বিরতি দরকার। সে সময়টিতে পরিবার, মা, আমার সন্তানদের সঙ্গে থাকব।’

আমির খান

সাড়ে তিন দশকের অভিনয় জীবনের প্রায় পুরোটাই অভিনয়ের পেছনে দিয়েছেন জানিয়ে আমির আরও বলেন, ‘আমি মনে করি, ৩৫ বছর ধরে পুরোপুরি সিনেমা নিয়ে মনোযোগী ছিলাম, যা ছিল আমার আশপাশের মানুষদের প্রতি অবিচার। মনে হয় পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য, জীবনকে অন্যভাবে উপভোগের জন্য এটাই ঠিক সময়। আগামী এক–দেড় বছরের জন্য আমি অপেক্ষায় আছি, যখন আমাকে অভিনেতা হিসেবে দেখা যাবে না।’

আরও পড়ুন