বড় তারকাদের সঙ্গে খেতে বসায় কলার ধরে টেনে সরিয়ে দেওয়া হয় নওয়াজুদ্দিনকে

নওয়াজুদ্দিন সিদ্দিকী
এএনআই

বলিউড ইন্ডাস্ট্রির বিভিন্ন সমস্যা নিয়ে এর আগেও কথা বলেছেন অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। এবার তিনি কথা বললেন খাবারবৈষম্য নিয়ে। তারকাখ্যাতি পাওয়ার আগে এই অভিনেতাও এমন বৈষম্যের শিকার হয়েছেন। এমনকি বড় তারকাদের সঙ্গে খেতে বসায় নওয়াজুদ্দিনকে পোশাকের কলার ধরে টেনে সরিয়ে দেওয়া হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড ইন্ডাস্ট্রির এই বৈষম্যের কথা তুলে ধরেন নওয়াজুদ্দিন। বৈষম্যের কথা বলতে গিয়ে নিজের সঙ্গে ঘটা ঘটনার উদাহরণ দেন।

নওয়াজুদ্দিন সিদ্দিকি
এএনআই

‘গ্যাংস অব ওয়াসিপুর’-এর আগে ছোটখাটো পার্শ্বচরিত্রে অভিনয় করতেন তিনি।

আরও পড়ুন

সেই সময় শুটিং সেটে তাঁকে এক গ্লাস পানিও কেউ এনে দিত না। নিজে গিয়ে খেতে হতো। শুধু তা-ই নয়, সিনেমার বড় তারকাদের সঙ্গে খেতেও বসতে পারতেন না তিনি।

খাওয়ার সময় জুনিয়র আর্টিস্টদের আলাদা বসতে দেওয়া হতো। এমনকি তাঁদের খাবারের মেনুও ছিল আলাদা। নওয়াজুদ্দিনের মন চাইত বড় তারকাদের সঙ্গে বসে খেতে। কিন্তু তাঁকে বসতে দেওয়া হতো না, উল্টো অপমান করে বের করে দেওয়া হতো। বিষয়টি খুব খারাপ লাগত নওয়াজুদ্দিনের। তিনি বলেন, শিল্পী হিসেবে তো তাঁর আরও সম্মান পাওয়া উচিত ছিল। কিন্তু এই বৈষম্যের কারণে তিনি তা পেতেন না।

বলিউডের অনেক বিষয়ে সমালোচনা করলেও প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের প্রশংসা করেন তিনি। নওয়াজুদ্দিন জানান, যশরাজ ফিল্মসের সেটে সবাই একসঙ্গে খায়। তারা এ বিষয়ে কোনো বৈষম্য করে না। তিনি এটাও বলেন, অধিকাংশ প্রযোজনা প্রতিষ্ঠানেই এ বৈষম্য চলে। তিনি জানান, শুধু খাবার নয়, অনেক সময় পারিশ্রমিক নিয়েও তাঁর সঙ্গে অনেক প্রযোজনা প্রতিষ্ঠান বৈষম্য করেছে।

সর্বশেষ নেহা শর্মার অভিনীত ছবি ‘জগিরা সারা রা রা’ মুক্তি পেয়েছে গত ২৬ মে
ফেসবুক থেকে

প্রাপ্য পারিশ্রমিক পেতেন না। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন রাম গোপাল ভার্মার ‘জঙ্গল’ সিনেমার কথা। এ সিনেমায় কাজের জন্য পারিশ্রমিক পাননি। এ টাকা উশুল করতে পরের দুই কি তিন মাস ওই প্রযোজনা সংস্থার অফিসে গিয়ে ভরপেট খেয়ে আসতেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে নওয়াজুদ্দিন অভিনীত সিনেমা ‘জোগিরা সারা রা রা’। রোমান্টিক কমেডি ঘরানার এ সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন নেহা শর্মা।