তামান্নার আঙুলে আড়াই কোটি টাকার হীরার আংটি, কে দিয়েছেন
ছবিটি পুরোনো। কিন্তু এই ছবিই নতুন করে নেট–দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে। কী আছে এই ছবিতে? ২০১৯ সালে পোস্ট করা এক ছবিতে দেখা যাচ্ছে প্যান–ইন্ডিয়া নায়িকা তামান্না ভাটিয়ার আঙুলে এক বিশাল সাইজের হীরার আংটি। নেট–জনতার প্রশ্ন, এই বহুমূল্য হীরার আংটিটি তাঁকে কে দিয়েছেন?
বেশ কিছু দিন ধরে তামান্নার ‘কাবালা’ আইটেম গানটি নেট–দুনিয়া মাতিয়ে রেখেছে। আইটেম গানটির সঙ্গে এই প্যান–ইন্ডিয়া নায়িকার নাচে মুগ্ধ নেট–জনতা। তবে এ মুহূর্তে নেটপাড়ায় আলোচনার বিষয় তামান্নার আঙুলের হীরার আংটি। যে সে হীরা না, তামান্নার আংটিতে বিশ্বের পঞ্চম বৃহৎ হীরা বসানো আছে। তার মানে বিশ্বের পঞ্চম বৃহৎ হীরার মালিক এই নায়িকা। এই হীরার দাম বাংলাদেশি মুদ্রায় আড়াই কোটি টাকার বেশি।
তামান্নার আংটির হীরাটির আকার বেশ নজর কাড়ার মতো। আর এর চমকে চোখ ধাঁধাতে বাধ্য। এবার জানা যাক তামান্নাকে কে এই বহুমূল্য হীরার আংটিটি উপহার হিসেবে দিয়েছেন।
২০১৯ সালে এই আংটিটি তাঁকে দিয়েছিলেন দক্ষিণি সুপারস্টার রামচরণের স্ত্রী উপাসনা কামিনেনি কোনিদেলা। উপাসনা প্রযোজিত ‘সই রা নরসিম্মা রেড্ডি’ ছবিতে তামান্না অভিনয় করেছিলেন। এই ছবিতে তামান্নার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল। আর এই অভিনেত্রীর অভিনয় মুগ্ধ করেছিল উপাসনাকেও। তাই রামচরণের স্ত্রী তামান্নাকে এই হীরার আংটিটি উপহার দিয়েছিলেন। উপাসনা প্রযোজিত এই ছবিতে তামান্না ছাড়া অমিতাভ বচ্চন, কিচ্চা সুদীপ, অনুষ্কা শেট্টি, বিজয় সেতুপতি, নয়নতারা আর নীহারিকা ছিলেন। ছবিটি রামচরণের ব্যানারে নির্মাণ করা হয়েছিল। ২০১৯ সালে ছবিটটি মুক্তি পেয়েছিল। আর সেই বছরের ব্লকবাস্টার ছবিগুলোর মধ্যে একটি ছিল সই রা নরসিম্মা রেড্ডি।
তামান্নাকে হীরার আংটিটি উপহার দেওয়ার পর উপাসনা এক পোস্টের মাধ্যমে এ কথা সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। এই পোস্টে উপাসনা একটা ছবি শেয়ার করেছিলেন।
ছবিতে তামান্নাকে হীরার আংটি পরা অবস্থা দেখা গিয়েছিল। ছবির ক্যাপশনে উপাসনা লিখেছিলেন, ‘মিসেস প্রযোজকের পক্ষ থেকে সুপার তামান্না ভাটিয়ার জন্য একটা উপহার। এখন থেকেই আপনাকে মিস করতে শুরু করেছি। শিগগিরই আমাদের দেখা হবে।’
তামান্না এই পোস্টকে পুনরায় শেয়ার করে উপাসনাকে ধন্যবাদ জানিয়েছিলেন। রি-শেয়ার করে এই অভিনেত্রী উপাসনার উদ্দেশে লিখেছিলেন, ‘আপনার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। দীর্ঘদিন পর দেখা হয়ে খুব ভালো লাগছে। আপনার সঙ্গে শিগগিরই দেখা হওয়ার অপেক্ষায় আছি। আপনার কথা খুব মনে পড়ে।’ ২০১৯ সালের পোস্টটি এখন আবার নেট–দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে।
তামান্নাকে কিছু দিন আগে ‘লাস্ট স্টোরিজ টু’, আর ‘জি করদা’ ওয়েব সিরিজে দেখা গেছে।