শাহরুখের সম্মানে নিজের ছবি পিছিয়ে দিলেন নায়ক
কার্তিক আরিয়ান এই সময়ে হিন্দি সিনেমার জনপ্রিয় নায়কদের একজন। এই মন্দার সময়েও বলিউডে একটির পর একটি হিট দিয়ে গেছেন তিনি। কার্তিকের জনপ্রিয়তা এতটাই যে দিন কয়েক আগে শাহরুখ খানের ‘পাঠান’কে হটিয়ে তাঁর পরের ছবি ‘শেহজাদা’র ট্রেলার ভারতের ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ ছিল। সেই কার্তিক এবার প্রিয় অভিনেতা শাহরুখের সম্মানে নিজের ছবি ‘শেহজাদা’র মুক্তি এক সপ্তাহ পিছিয়েছেন। খবর বলিউড হাঙ্গামার।
১০ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’-এর ট্রেলার। অ্যাকশনে ভরপর ট্রেলার দ্রুতই দর্শকের মন জয় করে নেয়। এর দুই দিন পরই মুক্তি পায় কার্তিক আরিয়ান-কৃতি শ্যানন অভিনীত ‘শেহজাদা’র ট্রেলার। তবে আশ্চর্য ব্যাপার হলো, দুই দিন পরে মুক্তি পেয়েও ভিউয়ের দিক থেকে ‘পাঠান’-এর ট্রেলারকে ছাড়িয়ে যায় ‘শেহজাদা’। তখন অনেকে ‘পাঠান’-এর ব্যবসা নিয়ে সংশয় প্রকাশ করলেও ছবিটি মুক্তির পর পাল্টে যায় দৃশ্যপট।
মুক্তির পর ‘পাঠান’ পাঁচ দিনে পাঁচ শ কোটি রুপির বেশি আয় করেছে। কেবল কি আয়, ভারতজুড়ে এখন ‘পাঠান–ঝড়’ চলছে বললেও কম বলা হয় না। অনেক দিন পর হিন্দি সিনেমার এমন ব্যবসায় খুশি প্রযোজকেরাও। অনেকে মনে করছেন, এই ‘পাঠান’ দিয়ে ঘুরে দাঁড়াবে বলিউড।
কার্তিক আরিয়ান অভিনীত ‘শেহজাদা’ আগামী ১০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ‘পাঠান’-এর মুক্তির মাত্র দুই সপ্তাহের মধ্যেই বড় বাজেটের আরেকটি সিনেমা মুক্তি দিতে চাইছেন না ‘শেহজাদা’ নির্মাতারা। এ ছবি দিয়েই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন কার্তিক। বলিউড হাঙ্গামাকে অভিনেতার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শাহরুখ খানকে সম্মান জানিয়ে নিজের ছবি ১৭ ফেব্রুয়ারি মুক্তি দেবেন কার্তিক, যাতে ‘পাঠান’ আরও ভালোভাবে ব্যবসার সুযোগ পায়।
‘শেহাজাদা’ একটি জনপ্রিয় তেলেগু ছবির হিন্দি রিমেক। ছবিটিতে কার্তিক ছাড়াও আছেন কৃতি শ্যানন।