যেতে পারি, কিন্তু কেন যাব

এষা দেওল
ইনস্টাগ্রাম

প্রায় সাত বছর গ্ল্যামার–দুনিয়া থেকে দূরে ছিলেন এষা দেওল। মাঝে দুই-একটা স্বল্পদৈর্ঘ্যের ছবিতে দেখা গেছে। তবে গত বছর ওটিটির হাত ধরে আবার পর্দায় ফিরেছেন হেমা মালিনী–ধর্মেন্দ্র কন্যা। হটস্টার-ডিজনির ওয়েব সিরিজ ‘রুদ্র: দ্য এজ অব ডার্কনেস’-এ অজয় দেবগনের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল। এবার আরেক ওয়েব সিরিজ ‘হান্টার টুটেগা নেহি তোড়েগা’তে সুনীল শেঠির সঙ্গে আসতে চলেছেন এই তারকা।

এই বলিউড অভিনেত্রী মনে করেন, ওটিটি তাঁর সামনে সৌভাগ্যের দরজা খুলে দিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এষা জানিয়েছেন ওটিটি তাঁর কাছে ‘গেমচেঞ্জার’।

আরও পড়ুন

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মতো অভিনেত্রীদের জন্য ওটিটি যে অনেক বড় এক মঞ্চ, ইতিমধ্যেই তা প্রমাণিত হয়েছে। এই মঞ্চের সবচেয়ে ভালো দিক বৈচিত্র্য। নানান ধরনের বিষয় এখানে দেখা যায়।’

এষা আরও বলেছেন, ‘অনেকের মনে হতে পারে যে আমার আবার অভিনয়জগতে ফেরার কী প্রয়োজন ছিল। কিন্তু আমি দীর্ঘ সময় ধরে অভিনয় করেছি। নাম-যশ আর অর্থ কামিয়েছি। পরিশ্রম করেছি। তাই আমি আবার ফিরব না-ই বা কেন?

হান্টার টুটেগা নেহি তোড়েগা’তে এষা
টুইটার

একজন নারী হিসেবে আমি আত্মনির্ভরশীল হতে চাই। আর অভিনয়কে ঘিরে আমি অত্যন্ত আবেগপ্রবণ। ছোটবেলা থেকেই এই জগতে আমার বেড়ে ওঠা। এখানে আজও বাস করি আমি। এটাই আমার দুনিয়া। আর অভিনয় ছাড়া আমি আর কিছু করতে পারি না।’

আগামী দিনে কোন ধরনের চরিত্রে এষা নিজেকে দেখতে চান, জানতে চাইলে তিনি বলেন, ‘আগামী দিনে জোরদার আর গভীর চরিত্রে অভিনয় করতে চাই। আর চাই, যে চরিত্রেই অভিনয় করি না কেন, তার মাধ্যমে কোনো বার্তা যেন পৌঁছে দিতে পারি। আমার অভিনীত চরিত্রের সঙ্গে মানুষ যেন নিজেকে যুক্ত করতে পারে। আমি ভীষণভাবে চাই শক্তিশালী কোনো অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করতে।’