শাহরুখকে কি ছাপিয়ে গেলেন যশ
নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিকে ঘিরে নতুন নতুন তথ্য উঠে আসছে। বড় পরিসরে ছবিটি বানাতে চলেছেন নীতেশ। ‘রামায়ণ’ ছবিতে রাম বা সীতার চেয়ে বেশি চর্চায় উঠে আসছেন ‘রাবণ’ চরিত্রের অভিনেতা যশ। তাঁকে নিয়ে এখন নতুন গুঞ্জন, এই পৌরাণিক ছবিতে অভিনয়ের জন্য নিজের পারিশ্রমিক আরও বাড়িয়েছেন এই কন্নড় তারকা।
‘রামায়ণ’ ছবির শুটিং শুরু হয়ে গেছে। এই ছবিতে রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। সীতা রূপে আসতে চলেছেন দক্ষিণি নায়িকা সাই পল্লবী। বেশ কিছুদিন আগে ‘রামায়ণ’ ছবির সেট থেকে কিছু ছবি ভাইরাল হয়েছিল। তার পর থেকে আরও সতর্ক নির্মাতারা। ‘রামায়ণ’ ছবির চরিত্রায়নকে ঘিরে সবার কৌতূহল তুঙ্গে।
রণবীর আর সাই পল্লবীকে ‘রাম-সীতা’র ভূমিকায় দেখতে সবাই যেমন উদ্গ্রীব, তেমনি প্যান ইন্ডিয়া তারকা যশকে লঙ্কাপতি রাবণের ভূমিকায় দেখতে ভক্ত-অনুরাগীদের অপেক্ষার শেষ নেই।
নির্মাতারাও রাবণের চরিত্রের জন্য ভীষণভাবে যশকে চেয়ে এসেছেন। কারণ, এই কন্নড় নায়কের জাদু প্যান ইন্ডিয়া স্তরে ছড়িয়ে আছে। আর দক্ষিণে তো তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। তাই নির্মাতারা যেকোনো মূল্যে যশকে রাবণের ভূমিকায় চাইছেন।
এই ছবির জন্য যশ আগে ১৫০ কোটি রুপির মতো দর হাঁকিয়েছিলেন। নির্মাতারা তা দিতেও প্রস্তুত ছিলেন। এখন গুঞ্জন, রাবণের ভূমিকায় আসার জন্য যশ তাঁর পারিশ্রমিক আরও বাড়িয়ে দিয়েছেন। এখন তিনি নাকি ২০০ কোটি রুপি দাবি করেছেন।
যশের পকেটে এই পারিশ্রমিক সত্যি সত্যি গেলে তিনি পারিশ্রমিকের ক্ষেত্রে শাহরুখ খানকেও টেক্কা দেবেন। কারণ, এই মুহূর্তে বলিউডের সবচেয়ে দামি অভিনেতা হলেন ‘কিং খান’। তিনি ‘পাঠান’ ছবির জন্য ১৫০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন।
যশ ২০০ কোটি পারিশ্রমিক পেলে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা হিসেবে শীর্ষে উঠে আসবেন।
‘রামায়ণ’ ছবিতে রণবীর কাপুর, সাই পল্লবী, যশ ছাড়া অন্যান্য চরিত্রে আছেন সানি দেওল, লারা দত্ত, রবি দুবেসহ আরও অনেকে। ছবিটি দুই ভাগে নির্মাণ করা হবে। প্রথম পর্বটি ২০২৫ সালের শেষে বা ২০২৬ সালের শুরুতেই মুক্তি পাবে।