এই কমেডি অভিনেতার আয় ভারতের অনেক শীর্ষ তারকার সমান

আন্তকলেজ নাটক প্রতিযোগিতায় জীবনে প্রথমবার পার্শ্বচরিত্র অভিনয় করে সেরা হন। এই পুরস্কার তাঁকে অভিনয় করতে আগ্রহ সৃষ্টি করে। এভাবে অভিনয় করতে গিয়েই তিনি তামিল জনপ্রিয় নির্মাতা জান্ধিয়ালার নজর করেন। ১৯৮৬ সালে পা রাখেন সিনেমায়। দ্বিতীয় সিনেমা দিয়ে পরিচিতি পান কমেডি অভিনেতা হিসেবে। সর্বাধিক সিনেমার অভিনেতা হিসেবে রেকর্ড করেন গিনেস বুকে। কমেডি অভিনেতা হিসেবেই তাঁর আয় ভারতের অনেক শীর্ষ তারকার সমান।
১ / ১০
শুরু থেকেই তাঁর অভিনয় দর্শক পছন্দ করতেন। জান্ধিয়ালার দ্বিতীয় সিনেমা ‘আহা না পেল্লানাতা’ দিয়ে খ্যাতি পান। ছবি: সংগৃহীত
২ / ১০
একই ভাষায় ৭০০ সিনেমায় অভিনয় করার জন্য ২০০৭ সালে তিনি গিনেস বুকে নাম লেখান। ছবি: সংগৃহীত
৩ / ১০
বলিউডের অনেক বড় তারকার চেয়েও বেশি পারিশ্রমিক পান তিনি। মাসে তাঁর আয় ২ কোটি রুপি। বছরে তিনি আয় করেন ২৪ কোটি রুপি। ছবি: সংগৃহীত
৪ / ১০
ব্যক্তিগতভাবে ব্যবহার করার জন্য অডি আর এইট, অডি কিউ সেভেন, মার্সিডিজ বেঞ্জসহ প্রায় সব গাড়িই রয়েছে ব্রহ্মানন্দের। ছবি: সংগৃহীত
৫ / ১০
তাঁর সম্পদের পরিমাণ ৪৯০ কোটি রুপি। ছবি: সংগৃহীত
৬ / ১০
অভিনয়ের জন্য তিনি ২০০৯ সালে পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। পেয়েছেন ফিল্মফেয়ারসহ একাধিক সম্মাননা। ছবি: সংগৃহীত
৭ / ১০
তাঁকে সবচেয়ে বেশি শুনতে হয়—কোথা থেকে দর্শকদের হাসানোর মন্ত্র পেয়েছেন? এমন প্রশ্নের উত্তর তিনি জানান, তাঁরা ছিলেন ৮ ভাই–বোন। তার মধ্যে ৭ নম্বরে ছিলেন তিনি। শৈশব থেকেই প্রিয়জনদের হাসাতেন। সেসব কৌশলই অভিনয়ে কাজে লাগান। ছবি: সংগৃহীত
৮ / ১০
তাঁর ব্যতিক্রমী শখ অবসরে পাথরের মূর্তি তৈরি করেন, গান শোনেন, সিনেমা দেখেন। প্রিয়জনদের সঙ্গে সময় কাটে। এগুলো সহকর্মীদের উপহার দেন। ছবি: সংগৃহীত
৯ / ১০
আজ তাঁর জন্মদিন। দিনটি পরিবারের সঙ্গে কাটানোর চেষ্টা করেন। পরিবারে স্ত্রী এবং দুই পুত্র রয়েছে। দিনটিতে তাঁদের রান্না করে খাওয়ান। ছবি: সংগৃহীত
১০ / ১০
দীর্ঘ ক্যারিয়ারে তিনি ১ হাজার ১০০ সিনেমায় অভিনয় করেছেন। বেশির ভাগ সময়ই দেখা যায়, তিনি সিনেমায় নায়কের বন্ধু। অথচ তাঁর বয়স ৬৭ বছর। তাঁর জন্ম ১৯৫৬ সালে। ছবি: সংগৃহীত