অন্তঃসত্ত্বা দীপিকার ছবি ভাইরাল

গত ২৯ ফেব্রুয়ারি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ঘোষণা করেন, প্রথমবারের মতো মা-বাবা হতে যাচ্ছেন তাঁরা। এরপর অনেক দিনই দীপিকাকে সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি। পরে দীপিকার দেখা মেলে ভারতের লোকসভা নির্বাচনে ভোট দিতে যাওয়ার সময়। গতকাল তাঁকে আবার পাওয়া গেল ‘কালকি ২৮৯৮এডি’ সিনেমার অনুষ্ঠানে। যেখানে অংশ নেওয়া হবু মা দীপিকার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। হিন্দুস্তান টাইমস অবলম্বনে বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।
১ / ৫
‘কালকি ২৮৯৮এডি’ সিনেমার অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে নিজের ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন দীপিকা। সাদাকালো ছবি পোস্ট করে তিনি ক্যাপশন দেন, ‘যথেষ্ট ঠিক আছি...এখন আমি ক্ষুধার্ত’। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
২ / ৫
দীপিকা অভিনীত ‘কালকি ২৮৯৮এডি’ ছবিটি ভবিষ্যতে মুক্তি পাবে। নাগ আশ্বিন পরিচালিত ছবিতে দীপিকা ছাড়াও আছেন প্রভাস ও অমিতাভ বচ্চন। এদিন কালো পোশাকে অনুষ্ঠানে হাজির হন দীপিকা। ইনস্টাগ্রাম থেকে
৩ / ৫
অনুষ্ঠানের পুরোটা সময় দীপিকাকে হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। তাঁর ছবি ও ভিডিও পছন্দ করেছেন ভক্ত-অনুসারীরা। অনেকেই তাঁকে শুভকামনা জানিয়েছেন। ইনস্টাগ্রাম থেকে
৪ / ৫
অনুষ্ঠানে দেখা যায়, দীপিকাকে মঞ্চে ওঠা আর নামার সময় হাত ধরে সাহায্য করেন প্রভাস ও অমিতাভ। ইনস্টাগ্রাম থেকে
৫ / ৫
আগামী সেপ্টেম্বরেই মা হওয়ার কথা দীপিকার। মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগেই বেশ কয়েকটি সিনেমার কাজ শেষ করেছেন অভিনেত্রী। যেগুলো পর্যায়ক্রমে মুক্তি পাবে। ইনস্টাগ্রাম থেকে