আগে ‘লাভ সোনিয়া’, ‘সুপার থার্টি’, ‘জার্সি’ ইত্যাদি সিনেমা করলেও ২০২২ সালে মুক্তি পাওয়া ‘সীতা রমম’ ম্রুণাল ঠাকুরের ক্যারিয়ার চাঙা করেছে।

জনপ্রিয় দক্ষিণি অভিনেত্রী নানির নাম ঠিক না হওয়া পরের ছবিতেও দেখা যাবে তাঁকে। কথা চলছে তামিল, তেলেগু আরও কয়েকটি ছবির।

এর মধ্যেই নতুন খবর, হায়দরাবাদে বাড়ি কিনেছেন ম্রুণাল। অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে খবরটি জানা না গেলেও সংশ্লিষ্ট একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে খবরটি নিশ্চিত করেছে। তবে অবশ্যই হিন্দি সিনেমার কাজ ছাড়ছেন না ম্রুণাল।

কিন্তু দক্ষিণি সিনেমার কাজে সুবিধার জন্যই নতুন বাড়িটি কিনেছেন তিনি।
চলতি বছর একগুচ্ছ ছবিতে দেখা যাবে এই অভিনেত্রীকে। এর মধ্যে আছে ‘গুমরাহ’, ‘পূজা মেরি জান’, ‘পিপ্পা’ ইত্যাদি।

এ ছাড়া গত ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ‘সেলফি’ সিনেমার গানে আবেদনময়ী উপস্থিতিতে সাড়া জাগিয়েছিলেন ম্রুণাল।

গানটিতে তাঁর সহশিল্পী ছিলেন অক্ষয় কুমার। তখন ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ভবিষ্যতে বিভিন্ন ছবিতে নানা ধরনের চরিত্রে অভিনয়ের চ্যালেঞ্জ নিতে চান তিনি।