‘মায়ের পথে হাঁটি’

মাধুরী দীক্ষিত
ইনস্টাগ্রাম

কিছুদিন আগে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে ‘মজা মা’। ছবিটিতে নাচে-অভিনয়ে আবার মাতিয়ে দিয়েছেন মাধুরী দীক্ষিত। একদিকে স্বামী-সন্তান নিয়ে সুখের ঘরসংসার, অন্যদিকে ব্যস্ত পেশাগত জীবন। দীর্ঘ সময় ধরেই এ দুই জীবনের মধ্যে সুন্দর সমতা বজায় রেখে চলেছেন এই বলিউড নায়িকা। তবে তিনি এর কৃতিত্ব তাঁর পরিবারকে দিতে চান।
মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে এক সাক্ষাৎকারে মাধুরী এ প্রসঙ্গে বলেন, ‘ছোটবেলা থেকেই মায়ের সমর্থন পেয়ে এসেছি। সব সময় মাকে আমার পাশে পেয়েছি। যেখানেই শুটিং থাকত, তিনি আমার সঙ্গে যেতেন। বলতে পারেন, মা ছিলেন আমার ছায়াসঙ্গী। আমার জন্য তিনি প্রচুর আত্মত্যাগ করেছেন। আজও আমার পাশে একই রকমভাবে আছেন মা।’

মাধুরী দীক্ষিত
ইনস্টাগ্রাম

তাঁর কথায় বাবাও এল, ‘মনে আছে, বাবা পত্রিকায় রিভিউ পড়ে আমাকে ছবি দেখাতে নিয়ে যেতেন। কত ছবি যে বাবার সঙ্গে দেখেছি।’
বিয়ের পর শ্বশুরবাড়ির সমর্থনও পেয়ে এসেছেন বলে জানান মাধুরী, ‘শাশুড়িমা আর শ্রীরামকে (স্বামী) সব সময় পাশে পেয়েছি। স্বামী যেহেতু পেশাজীবী মানুষ, তাই আমার কাজের দিকটা ভালোই বোঝে। আমার শাশুড়িমাও আজ পর্যন্ত পেশাগত কাজে ব্যস্ত। তিনিও আমাকে খুবই সাপোর্ট করেন। তাই আমার সংসার আর কাজ, দুই দিক বজায় রেখে চলতে কখনো অসুবিধা হয়নি।’
এই আড্ডায় স্বামী সম্পর্কে একটা তথ্য ফাঁস করেছেন মাধুরী, ‘হরহামেশাই আমাকে নানা সারপ্রাইজ দেয় শ্রীরাম। এ ব্যাপারে সে খুব ওস্তাদ। তবে আমি এ ব্যাপারে খুবই কাঁচা। শ্রীরামকে কোনো সারপ্রাইজই দিতে পারি না। আগেই সে ধরে ফেলে।’

মাধুরী দীক্ষিত
ইনস্টাগ্রাম

সময়ের সঙ্গে মানুষের জীবনে অগ্রাধিকার বদলে যায়, মনে করেন মাধুরী। তিনি বলেন, বিয়ের আগের জীবন অন্য রকম ছিল। বিয়ের পর জীবনের অগ্রাধিকার বদলে গেছে। মা হওয়ার পরও অগ্রাধিকার বদলেছে। এখন পরিবার আর দুই সন্তানকে কেন্দ্র করেই জীবন। মাধুরীর দুই পুত্র আরিন আর রয়ান এখন তারুণ্যের পথে। টিনএজ দুই সন্তানকে মানুষ করা কতটা চ্যালেঞ্জিং, জানতে চাইলে বলেন, ‘অভিভাবক হিসেবে সময়টা খুবই সাবধানে সামাল দিতে হয়। ওদের মতামতকে গুরুত্ব দিতে হয়। অনেক বিষয় নিয়ে মতানৈক্য হয় নিশ্চয়। তবে বেশ কিছু জিনিস আবার মেনেও নিই। পেরেন্টিংয়ের ক্ষেত্রে চেষ্টা করি সমতা বজায় রেখে চলতে। কখনো কখনো ওদের চোখ দিয়ে দুনিয়াটা দেখা প্রয়োজন।’

‘মাজা মা’র পোস্টারে মাধুরী
ছবি : সংগৃহীত

মায়ের শেখানো মূল্যবোধ আর শিক্ষা আজও আঁকড়ে ধরে আছেন মাধুরী, ‘ছোটবেলায় আমি মায়ের বাধ্য মেয়ে ছিলাম। আজও মায়ের দেখানো পথে হাঁটি। আমার দুই ছেলেকেও মায়ের শিক্ষায় শিক্ষিত করেছি। সব সময় মানুষকে তাঁর যোগ্য সম্মান দিতে বলতেন মা। আর অসফলতাকে প্রশ্রয় না দেওয়ার কথা বলতেন তিনি। মা বলতেন যে পরিশ্রমের ফল সব সময় ভালো হয়। ছোট থেকে প্রচুর পরিশ্রম করতাম। আমার কাজকে ছোট থেকেই ভালোবাসতাম। মনে আনন্দে আর একাগ্রতার সঙ্গে কাজ করে যেতাম,’ বললেন মাধুরী।

আরও পড়ুন