সামনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস বলিউডে

ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে সবচেয়ে আলোচিত এই দুই ছবিকোলাজ

গত বছরকে ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য বলা চলে পয়সা উশুলের বছর। বক্স অফিসে ভালো ব্যবসা করেছে বেশ কয়েকটি সিনেমা। প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে অভিনেতা, অভিনেত্রী, পরিচালক ও প্রযোজকদের। সেই ধারা অব্যাহত রাখতে চলতি বছরও আশায় বুক বেঁধেছেন সবাই।

সিনেমা মুক্তির যেন হিড়িক পড়ছে ২০২৪-এ। মুক্তির তালিকায় আছে বাঘা বাঘা অভিনেতা-অভিনেত্রী আর পরিচালকদের সিনেমা। আসছে কয়েক মাসে বক্স অফিসে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে যাচ্ছে মুক্তির তালিকায় থাকা ছবিগুলো।
২৩ ফেব্রুয়ারি একই দিনে মুক্তি পাবে স্পোর্টস-অ্যাকশনধর্মী সিনেমা ‘ক্র্যাক-জিতেগা তোহ জিয়েগা’ ও ইয়ামি গৌতমের অ্যাকশনধর্মী সিনেমা ‘আর্টিকেল ৩৭০’। এই ছবিতে অন্তঃসত্ত্বা অবস্থায় অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন ইয়ামি গৌতম।

আদিত্য সুহাস পরিচালিত ‘আর্টিকেল ৩৭০’ সিনেমাটি ২৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিতে এক গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন ইয়ামি। ছবিটিতে আরও আছেন দক্ষিণি তারকা প্রিয়মণি। ছবি: এএফপি

১০ এপ্রিল অর্থাৎ ঈদ উপলক্ষে মুক্তি পাবে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ও ‘ময়দান’। মাসখানেক বিরতি দিয়ে ১৪ জুন মুক্তি পাবে কঙ্গনা রনৌতের ‘ইমার্জেন্সি’ ও ‘চান্দু চ্যাম্পিয়ন’। ভারতীয় রাজনীতিকে কেন্দ্র করে বানানো হয়েছে ‘ইমার্জেন্সি’। এই ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে ছবিতে দেখা যাবে কঙ্গনাকে। ‘চান্দু চ্যাম্পিয়ন’র হিরো কার্তিক আরিয়ান। ছবিটির পরিচালক ‘বজরঙ্গি ভাইজান’ নির্মাতা কবীর খান। সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছে সিনেমাটি।
বছরের পরের ভাগে আছে আলোচিত দক্ষিণি সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল’ এবং ‘সিংহাম এগেইন’। ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে সবচেয়ে আলোচিত এই দুই ছবি। উৎসব সপ্তাহগুলোয় মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিতে শুরু করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

‘ইমার্জেন্সি’–তে কঙ্গনা রনৌত। ইনস্টাগ্রাম থেকে

এমনকি একইদিনে ‘পুষ্পা টু’ ও ‘সিংহাম এগেইন’ মুক্তির খবরে খুব একটা খুশি হতে পারেননি সিনেমা বাণিজ্য বিশেষজ্ঞ ও প্রযোজক গিরিশ জোহর। কারণ, দুটোই বড় পর্দার হিট ফ্র্যাঞ্চাইজি। যদিও ‘পুষ্পা টু’ স্থগিতের গুঞ্জনের আভাস দিলেন এই প্রযোজক।

চলচ্চিত্র প্রদর্শক-পরিবেশক সঞ্জয় মেহতা বলেছেন, গত বছর বড় দিনে মুক্তি পায় ‘সালার’ ও ‘ডানকি’। ‘পাঠান’ ও ‘জওয়ান’ হিট হওয়ায় প্রথমে সবাই শাহরুখ খানের ছবিটিই দেখতে গিয়েছিল। কিন্তু দর্শকেরা যখন বুঝতে পারে ‘ডানকি’ আগের দুটোর মতো নয়, তখন ‘ডানকির’ শো কমিয়ে বাড়াতে হয়েছিল ‘সালার’-এর।
অন্যদিকে ২০২৪ সাল হচ্ছে ভারতের নির্বাচনের বছর। পাশাপাশি আইপিএল, পরীক্ষার সময়সূচির কারণে একই দিনে ছবি মুক্তির সংঘর্ষ যেন অনিবার্য। যদিও ২০২৪-এ মুক্তির তালিকায় নেই তিন খানের (শাহরুখ, সালমান, আমির) সিনেমা।