১৬ বছর পর আমির এখন নানা, দার্শিল নাতি!

‘তারে জমিন পার’ মুক্তি পেয়েছিল ২০০৭ সালেকোলাজ

‘তারে জমিন পার’, হিন্দি সিনেজগতের এক আইকনিক সিনেমার নাম। ছবিটি দিয়ে অগুনতি মানুষের হৃদয়ে আজীবনের জন্য জায়গা করে নিয়েছেন বলিউড পারফেকশনিস্ট আমির খান। তিনি ছিলেন শিক্ষকের বেশে। আর একটি চরিত্র ছাড়া তো ‘তারে জমিন পার’ একেবারেই অসম্পূর্ণ। সেই ছোট্ট ছেলেটির নাম ঈশান আওয়াস্তি।

‘তারে জমিন পর’ ছবিতে দরশিল সাফারি ও আমির খান। ছবি: আইএমডিবি

ছবিতে অভিনয় করেছেন ছাত্রের ভূমিকায়। যার সত্যিকারের নাম দার্শিল সাফারি। ‘তারে জমিন পার’–এ আমির আর দার্শিলের রসায়নে আবেগাপ্লুত ও মুগ্ধ হয়েছিলেন দর্শকেরা। আজও সেই আবেশে বিমোহিত ভক্তরা। ‘তারে জমিন পার’ মুক্তি পেয়েছিল ২০০৭ সালে। সেই থেকে কেটে গেল ১৬টি বছর।

এত বছর পর আবার এক ফ্রেমে শিক্ষক-ছাত্র! তবে এই সময়ে শিক্ষকের যেমন বয়স হয়েছে, তেমনি ছোট্ট ঈশানও এখন আর ছোট্টটি নেই। তিনি এখন বড়সড় টগবগে তরুণ।

আরও পড়ুন

বহু বছর পর সেই শিক্ষক-ছাত্রকে এক ফ্রেমে বাঁধল বিজ্ঞাপন। এবার আর শিক্ষক-ছাত্র নয়, নানা-নাতির ভূমিকায় আমির আর দর্শিল। প্রথমে বিজ্ঞাপনের একটি ছবি প্রকাশ পেতেই লুফে নিয়েছিলেন ভক্তরা। তখন এটি বিজ্ঞাপন নাকি সিনেমা, তা নিয়ে দ্বিধায় পিড়ে গিয়েছিলেন নেটিজেনরা। তবে ৬ মার্চ খুলেছে সব জট। মুক্তি পেয়েছে জনপ্রিয় এই জুটির নতুন বিজ্ঞাপন। সেখানে দার্শিলের নানার চরিত্রে দেখা গেল আমিরকে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোল্ড ড্রিঙ্কসের বিজ্ঞাপনটি শেয়ার করেন আমিরের পর্দার নাতি। শুধু তা–ই নয়, মঙ্গলবার আমিরের সঙ্গে নিজের বেশ কয়েকটি ছবি শেয়ার করেন এই তরুণ। লেখেন, ‘এটা আমিরের মাল্টিভার্স আর আমরা সেখানে বাস করছি। আর তিন দিন বাকি।’

বিজ্ঞাপন দেখে বোঝা যাচ্ছে, শুটিং করতে গিয়ে দারুণ খেটেছে আমির খান-দার্শিল সাফারিসহ পুরো টিম। তবে বেশি পরিশ্রম হয়েছে আমিরের। কোল্ড ড্রিঙ্কসের প্রতি চুমুকে পূর্বপ্রজন্মকে দেখতে পান নাতি। কখনো মশাল হাতে কালিঝুলি মাখা আদিম মানুষ তো কখনো মহাকাশচারী, আবার কখনো আমিরকে দেখা গেছে পুরোনো কোনো ঐতিহাসিক আবিষ্কারকের বেশে। এরই মধ্যে বিজ্ঞাপনটি লুফে নিয়েছেন ভক্তরা। ‘তারে জমিন পার’-এর ভক্তদের কাছ থেকে বিশেষ প্রশংসা পাচ্ছে বিজ্ঞাপনটি। নানা-নাতির জুটিকে বেশ সমাদর করছেন তাঁরা।

আমির খানের মেয়ে ইরা খানের বিয়েতেও উপস্থিত ছিলেন ‘তারে জমিন পার’-এর সব অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা। সম্প্রতি ‘তারে জমিন পার’-এর ঘরানায় আরেক ছবি ‘সিতারে জমিন পার’-এর মুক্তির দিনক্ষণ জানিয়েছিলেন আমির খান। বড়দিনে ছবিটি মুক্তি দেওয়া হবে বলে আভাস দিয়েছেন অভিনেতা। এ ছবিতেও সমাজকে বিশেষ বার্তা দেবেন আমির।