জয়ার জন্মদিনে ঐশ্বরিয়ার চুপ, শুভেচ্ছা অভিষেকের

বর্তমানে অমিতাভ-জয়ার তিন নাতি-নাতনি নিয়ে সুখের সংসার। অভিষেক-ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যা। অন্যদিকে, শ্বেতা বচ্চন নন্দার দুই ছেলে-মেয়ে—অগস্ত্য ও নভ্যা নভেলি নন্দাএক্স

বয়স তাঁর কাছে নিতান্তই এক সংখ্যা মাত্র। জন্মদিন ফিরে ফিরে আসে অন্য মানে নিয়ে। তিনি জয়া বচ্চন। সত্তরের দশকের মিষ্টি বাঙালি মেয়ে থেকে বলিউডের বচ্চন পরিবারের দাপুটে অভিনেত্রী হয়ে ওঠা এ অভিনেত্রী আজ ৭৬-এ পা দিলেন।
অবশ্য নেটপাড়ায় ‘রাগী আন্টি’ কিংবা ‘খিটখিটে’ হিসেবেও পরিচিতি আছে অমিতাভ–ঘরনির। যদিও এসব নিয়ে মোটেও ভাবেন না জয়া। তিনি নিজের মতোই বাঁচেন, পাপারাজ্জিদের ক্যামেরা দেখলে ভর্ৎসনা করা জয়ার স্বভাবসিদ্ধ আচরণ। সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁকে ঘিরে এত চর্চা, এ দুনিয়া থেকে দূরেই থাকেন তিনি।
মঙ্গলবার সারা দিন সামাজিক যোগাযোগমাধ্যমে জয়াকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। পরিবারের সদস্যরাও বাদ যাননি, জয়ার জন্মদিনের সবচেয়ে বিশেষ বার্তা দিলেন একমাত্র ছেলে অভিষেক বচ্চন। স্মৃতিকাতর করে তুলেছেন মাকে, বহু পুরোনো সাদা-কালো ছবি শেয়ার করে জুনিয়র বচ্চন লিখেছেন, ‘শুভ জন্মদিন মা, অনেক ভালোবাসা’। বিয়ের আগের সেই ছবিতে শাড়ি আর খোলা চুলে দেখা মিলল ধন্যি মেয়ের। জয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ বচ্চনও।

আরও পড়ুন

পাঁচ দশক লম্বা তাঁদের দাম্পত্য জীবন। ব্লগে লম্বা পোস্ট লিখেছেন প্রবীণ অভিনেতা। ‘নানি’ জয়ার সঙ্গে মিষ্টি ছবি পোস্ট করে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শ্বেতা–কন্যা নভ্যা নাভেলি। এ ছাড়া কাজলসহ বলিউডের অনেকেই ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ অভিনেত্রীকে ৭৬তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রকাশ্য কোনো সাড়া মেলেনি এদিন।

ঐশ্বরিয়া–অমিতাভ ও জয়া
কোলাজ

খুব বেশি নিয়মিত না হলেও বিশেষ কোনো দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন ঐশ্বরিয়া। তবে শাশুড়ির জন্মদিনে তাঁর কোনো সাড়া না পাওয়ায় নেট জনতা বলাবলি করছেন, তাহলে কি শাশুড়ির সঙ্গে নায়িকার দ্বন্দ্ব–জল্পনা সত্যি?

আরও পড়ুন

দুই বছর ধরে শোনা যাচ্ছে, বচ্চন পরিবার এবং ননদ শ্বেতা নন্দার সঙ্গে নাকি বনিবনা হচ্ছে না ঐশ্বরিয়ার।। হয়তো এ কারণে দূরত্ব স্বামী–স্ত্রীর মাঝেও! গত বছর বচ্চনদের দীপাবলি পূজায় অংশ নেননি ঐশ্বরিয়ার। মাসখানেক আগে অনুষ্ঠিত শ্বেতা নন্দার ৫০তম জন্মদিনের পার্টিতেও দর্শন দেননি অভিষেক-ঐশ্বরিয়া। এমনকি কিছু আগে হোলির দিনেও অভিষেককে নিয়ে বন্ধুদের সঙ্গে রঙের উৎসবে মেতেছিলেন ঐশ্বরিয়া-আরাধ্যা। বচ্চন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা যায়নি তাঁদের।

জয়া বচ্চন
কোলাজ

১৯৬৩ সালে কিশোরী জয়া সত্যজিৎ রায়ের বাংলা ছবি ‘মহানগর’-এ প্রথম অভিনয় করেছিলেন। সেই শুরু...এরপর ১৯৭১ সালে ঋষিকেশ মুখোপাধ্যায়ের ছবি ‘গুড্ডি’তে অভিনয় করে বলিউডের নিজের জায়গা পাকা করেন।