‘সালমান ভাইকে আমার অনেক ভয় লাগে’

সাবা কামার
ইনস্টাগ্রাম

কোরিওগ্রাফারকে অনুসরণ করেন না বলে বলিউডে বদনাম আছে সালমান খানের। অনেক সময় সংলাপ বদলানো, অ্যাকশন স্টাইল বদলানোরও অভিযোগ রয়েছে এই অভিনেতার নামে। এত অভিযোগ থাকলেও বলিউডে তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী। কিন্তু জনপ্রিয় এই অভিনেতাকে নিয়ে কটূক্তি করলেন পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। খবর টাইমস অব ইন্ডিয়ার

সাবা কামার
ইনস্টাগ্রাম

সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো একটি ভিডিও ভাইরাল হয়েছে। ২০১৫ সালের সেই ভিডিওতে সালমান খানকে ‘অভদ্র’ বলে সম্বোধন করেন তিনি। পাকিস্তানি এই টিভি শোতে ভারতীয় বিভিন্ন অভিনয়শিল্পীর প্রসঙ্গে কথা বলেন তিনি। সেখানে সালমানের প্রসঙ্গ আসতেই তিনি বলে ওঠেন ‘অভদ্র’। এরপরই বলেন, ‘সালমান ভাইকে আমার অনেক ভয় লাগে।’ এ ছাড়া তিনি আরও বলেন, তিনি খুবই অভদ্র, কোরিওগ্রাফারকে মোটেও অনুসরণ করেন না।

সাবা কামার
ইনস্টাগ্রাম

ভাইরাল হওয়া এই ভিডিওতে সালমান সম্পর্কে এমন কথা সহজভাবে নেননি সালমান–ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে সাবা কামারের সমালোচনা করছেন তাঁরা। সাবাকে ভাইজানের কাছে ক্ষমা চাইতেও বলেছেন অনেকে। এতেও ক্ষান্ত হননি ভক্তরা। তাঁকে মানসিকভাবে অসুস্থ বলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন অনেকে।

সালমান খান
এএনআই

শোটিতে সাবা কামারকে হৃতিক রোশন, ইমরান হাশমি, রণবীর কাপুর, রিতেশ দেশমুখ সম্পর্কেও বিভিন্ন প্রশ্ন করা হয়। উত্তরে সবার নামেই ইতিবাচক-নেতিবাচক দুই ধরনের মন্তব্য করেছেন বলিউডে অভিনয় করা পাকিস্তানি এই অভিনেত্রী।

আরও পড়ুন

২০১৭ সালে ‘হিন্দি মিডিয়াম’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল সাবা কামারের। এই সিনেমা দিয়ে ভারতে জনপ্রিয়তাও পেয়েছিলেন সাবা। কিন্তু এরপর ভারতে পাকিস্তানি অভিনয়শিল্পীদের ওপর অলিখিত নিষেধাজ্ঞার কারণে ভারতে আর অভিনয় করা হয়নি তাঁর।