জাপান ভূমিকম্প, ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন দক্ষিণি তারকা

দক্ষিণ ভারত তো বটেই, গত কয়েক বছর পুরো ভারতেই এনটিআর জুনিয়রের জনপ্রিয়তা বেড়েছে। তবে ভারত ছাড়া জাপানেও এই অভিনেতার অনেক ভক্ত রয়েছে
ছবি: ফেসবুক

সিনেমার প্রচারে জাপানে গিয়েছিলেন দক্ষিণের তারকা এনটিআর জুনিয়র। সেই খবর আগে থেকেই জানতেন ভক্তরা। সেখানে নতুন বছরটাও কাটাতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন এই তারকা। কারণ, নতুন বছরে সুনামি ও একের পর এক ভূমিকম্পের সঙ্গে কাঁপতে হয়েছে জাপানিদের। ভয়ংকর এই অবস্থা থেকে দেশে ফিরেছেন। সেই সঙ্গে যেন তাঁর কপালের চিন্তার ভাঁজ দূর হয়েছে। এমন খবর তিনি নিজেই জানিয়েছেন।

এই তারকা এক্স (সাবেক টুইটার) মাধ্যমে স্ট্যাটাসে লিখেছেন, ‘গত সপ্তাহজুড়ে আমি জাপানে ছিলাম। এর মধ্যে বছরের প্রথম দিন ভূমিকম্প ও সুনামির মধ্যে পড়েন জাপানের মানুষেরা। এই ভয়াবহ ভূমিকম্পের মুখে পড়ে সত্যিই আমি খুব ভয় পেয়েছিলাম। খুব ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। সুনামি ও ভূমিকম্পে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের জন্য আমার সহানুভূতি রইল। আশা করছি জাপান সরকার খুব তাড়াতাড়ি পরিস্থিতির মোকাবিলা করবে।’

এনটিআর জুনিয়র। ছবি: ফেসবুক

এই সময় এনটিআর তাঁর ভক্তদের আরও জানান, এক সপ্তাহ পর তিনি জাপান থেকে নিরাপদে আজ মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন। এর আগে ২০২২ সালে ‘আরআরআর’ ছবিটির প্রচারের জন্য জাপানে গিয়ে এই জুনিয়র এনটিআর বুঝেছিলেন, সেখানে তাঁর সিনেমার ভক্ত রয়েছেন। সিনেমাটি ৪১০ মিলিয়ন জাপানি ইয়েন আয় করে। যথাযথভাবে ভারতীয় সিনেমা জাপানি দর্শকদের কাছে তুলে ধরতে পারলে সেটা ভারতীয় সিনেমার জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে।

এনটিআর জুনিয়র। ছবি: ফেসবুক

জাপানে প্রাকৃতিক দুর্যোগের খবর এই মুহূর্তে বিশ্বজুড়ে আলোচনা চলছে। সেখানে বিপর্যয়ের মধ্যে রয়েছেন অনেক মানুষ। খবর প্রকাশ্যে আসতেই তাঁর অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। তবে সবার চিন্তা মুক্ত করেছেন অভিনেতা নিজেই। দেশে ফিরেছেন অভিনেতা। সে কথা নিজের এক্স প্রোফাইলে ভাগ করে নিয়ে আশ্বস্ত করেছেন তিনি। জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৮-এ পৌঁছেছে।

‘আরআরআর’–এ এনটিআর জুনিয়র
ছবি : সংগৃহীত

জাপানের আবহাওয়া দপ্তরের তথ্যানুযায়ী, সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি রিখটার স্কেলে ৭ দশমিক ৬ মাত্রার ছিল। জাপানের মধ্যাঞ্চলে এ ভূমিকম্প হয়। জানা যায়, বিচ্ছিন্ন এলাকাগুলোতে ভবন ধসে পড়েছে, রাস্তাঘাট ভেঙে গেছে এবং হাজার হাজার ঘরবাড়ির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ মঙ্গলবার সেসব এলাকায় পৌঁছাতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা।