বিজয় কতটা কাছের, জানালেন রাশমিকা

রাশমিকা মান্দানাইনস্টাগ্রাম

‘অ্যানিমেল’ সিনেমা, ডিপফেক ভিডিও অথবা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে সম্পর্কের কারণে তুমুল চর্চায় রাশমিকা মান্দানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে কথিত প্রেমিক বিজয় দেবরাকোন্ডাকে প্রশংসায় ভাসিয়েছেন রাশমিকা। বিজয়ই তাঁকে সবচেয়ে বেশি সমর্থন দেন বলে জানান এই দক্ষিণি অভিনেত্রী।

আরও পড়ুন

বিজয় দেবরাকোন্ডার সঙ্গে রাশমিকার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন অনেক দিন ধরেই ভেসে বেড়াচ্ছে। এমনকি তাঁদের বাগ্‌দান, বিয়ে নিয়েও নানা গুঞ্জন শোনা গেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয়ের সঙ্গে বন্ধুত্বের প্রসঙ্গে রাশমিকা বলেছেন, ‘বিজু (বিজয়) আর আমি প্রায় একসঙ্গে বড় হয়েছি। তাই আমি জীবনে যা-ই কিছু করি না কেন, তাতে তার ভূমিকা থাকে। তার থেকে সব ব্যাপারে পরামর্শ নিই।

রাশমিকা ও বিজয় । আইএমডিবি

সব ক্ষেত্রে তার মতামত আমার কাছে খুবই জরুরি। সে সহজে “হ্যাঁ” বলার পাত্র নয়। বিজু সব সময় যুক্তি দিয়ে কথা বলে। কোনটা ঠিক, কোনটা ঠিক নয়, সে স্পষ্টভাবে জানিয়ে দেয়। আমার জীবনে যে কারও চেয়ে সে অনেক বেশি সমর্থন করেছে। সে এমন এক ব্যক্তি, যাকে আমি সবচেয়ে বেশি সম্মান করি।’

‘অ্যানিমেল’-এ রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে এসেছিলেন রাশমিকা। নিজের সহ-অভিনেতার প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ‘রণবীর নারীদের যেভাবে সম্মান করেন, সেটা আমার খুব পছন্দ। ছবির শুটিংয়ের সময় যখনই আত্মবিশ্বাসের অভাবে ভুগতাম, তখনই রণবীরকে পাশে পেতাম। তিনি নানাভাবে আমাকে সাহস জুগিয়েছেন।’
সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও দারুণ বলে জানিয়েছেন রাশমিকা। ‘মিশন মজনু’ ছবিতে তাঁদের জুটি দেখা গিয়েছিল। সিদ্ধার্থ প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ‘যখন বলিউডে শুরু করি, স্বাভাবিকভাবেই নার্ভাস ছিলাম। সবকিছুই তখন আমার কাছে নতুন। ওই সময়ে সিদ্ধার্থ পাশে ছিল। আজও সিদ্ধার্থের সঙ্গে দেখা হলে তাকে ধন্যবাদ জানাই।’  

মনোবিজ্ঞানের ছাত্রী ছিলেন রাশমিকা। ভেবেছিলেন পড়াশোনা শেষ করে বাবার ব্যবসায় মনোযোগী হবেন। অভিনয়ে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘কখনোই ভাবিনি অভিনয়ে আসব। কিন্তু ভাগ্য আমাকে এক অন্য জগতে নিয়ে চলে এসেছে। কিন্তু যা পেয়েছি, তা নিয়ে আমি খুব খুশি।’