প্রথম ছবি সুপারহিট, এরপর...
প্রথম ছবি সুপারহিট। অনেকে ধরেই নিয়েছিলেন হিন্দি সিনেমার বড় তারকা হতে যাচ্ছেন তিনি। কিন্তু পরের সময়টা দুঃস্বপ্নের, বড় তারকা হওয়া তো দূর; মুম্বাইয়ের এক ঘিঞ্জি আবাসনে কোনোরকমে দিন পার করছেন তিনি। কে এই অভিনেত্রী? ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে।