সময়টা ভালো যাচ্ছে না বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর। স্ত্রী আলিয়া সিদ্দিকীর সঙ্গে দাম্পত্য কলহ নিয়ে চলতি বছরের শুরু থেকেই তাঁকে নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়েছে। এবার তাঁর নামে আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে দাম্পত্য কলহ নয়, বাঙালি জাতিকে অপমানের অভিযোগ তুলে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী দিব্যায়ান বন্দ্যোপাধ্যায়। খবর হিন্দুস্তান টাইমস বাংলার
ঘটনার সূত্রপাত একটি কোমল পানীয়র বিজ্ঞাপনচিত্র থেকে। কিছুদিন আগে প্রচারিত এক বিজ্ঞাপনচিত্রে নওয়াজুদ্দিনকে বলতে শোনা যায়, ‘সোজা আঙুলে ঘি না উঠলে, বাঙালি খালি পেটে ঘুমিয়ে পড়ে।’
অনেকে মনে করছেন, প্রচলিত বাংলা প্রবাদ ‘সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়’ বলতে গিয়েই গন্ডগোল করে ফেলেছেন অভিনেতা।
বিষয়টিকে বাঙালি জাতিকে অপমান আখ্যা দিয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবী দিব্যায়ান বন্দ্যোপাধ্যায় পুলিশে অভিযোগ করেছেন।
হিন্দি মূল বিজ্ঞাপনচিত্রটি নিয়ে দিব্যায়ানের কোনো সমস্যা নেই, সমস্যা ডাবকৃত বাংলা বিজ্ঞাপনচিত্রটি নিয়ে। দিব্যায়ানের ভাষ্যে, ‘এটা বাঙালি জাতির পক্ষে অপমানজনক। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
বাঙালির ভাবাবেগে আঘাত দেওয়া, বাঙালি ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও সম্মানহানি করার অভিযোগে কেবল নওয়াজুদ্দিন নয়, কোমল পানীয় কোম্পানিটির প্রধান নির্বাহীর নামে মামলা করা হয়েছে।
যদিও মামলা হওয়ার কয়েক দিন আগে বিজ্ঞাপনচিত্রটি নিয়ে সমালোচনা হলে কোম্পানিটি টুইট করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিল। জানিয়েছিল বিজ্ঞাপনচিত্রটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্তও।