বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ, তোপের মুখে রাবিনা
বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডনের ওপর আক্রমণ হয়েছে।
গতকাল রাতে মুম্বাইয়ের বান্দ্রায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু।
জানা গেছে, গতকাল মধ্যরাতে রাবিনা ট্যান্ডনের চালক বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়ে তিনজনকে ধাক্কা দেন। পরে ক্ষমা চেয়ে বিষয়টা মেটানোর বদলে নাকি অভিনেত্রী তাঁদের ওপর পাল্টা চড়াও হন। তাতেই তাঁরা খেপে যান।
এদিন যাঁরা এই দুর্ঘটনায় পড়েছিলেন, তাঁদের মধ্যে প্রবীণ ব্যক্তিও ছিলেন। এ ঘটনার পর উপস্থিত কয়েকজন অভিনেত্রীকে মারতে এলে তখন তিনি ক্ষমা চান।
ভারতীয় গণমাধ্যম ফ্রি প্রেস জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, রাবিনার গাড়ির চালক বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন।
মুম্বাইয়ের কার্টার রোডে রিজভি কলেজের সামনে তিনজনকে ধাক্কা দেয় রাবিনার গাড়ি। ঘটনার পর স্থানীয় লোকজন যখন তাঁদের গাড়িকে ঘিরে ধরে, তখন অভিনেত্রী নেমে এসে পাল্টা চোটপাট চালান।
সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে ক্ষুব্ধ জনতা যখন অভিনেত্রীকে মারতে যাচ্ছেন, তখন তিনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। তখন তাঁকে, ‘আমাকে মেরো না, আমাকে মেরো না’ বলে চিৎকার করতে শোনা যায়।
পুরো ঘটনা নিয়ে রাবিনা ট্যান্ডনের বক্তব্য পাওয়া যায়নি।