কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান

‘শ্যাম বাহাদুর’ ও ‘অ্যানিমেল’ ছবির দৃশ্য। কোলাজ

‘যখন দুজন উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিজে আসেন, তখন তাঁরা একটা দলের জন্যই খেলেন। আপনি কখনোই বলতে পারেন না যে দুজন ব্যাটসম্যান একে অপরের সঙ্গে সংঘর্ষে নেমেছেন,’ বললেন ভিকি কৌশল। আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘শ্যাম বাহাদুর’, ছবিতে ভারতের প্রথম ফিল্ড মার্শাল শ্যাম মানেকশর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

আরও পড়ুন

অন্যদিকে আজ মুক্তি পাচ্ছে আরেকটি সিনেমা—রণবীর কাপুর অভিনীত সন্দীপ রেড্ডি ভাংগার ‘অ্যানিমেল’। বক্স অফিসে দুই সিনেমার লড়াই নিয়ে প্রশ্ন করা হয়েছিল ভিকিকে, উত্তরে তিনি ক্রিকেটের সঙ্গে বলিউড ইন্ডাস্ট্রির তুলনা করে কথাটি বলেন।

বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা করে এই অভিনেতা আরও বলেছেন, ‘আমরা দুজন (ভিকি ও রণবীর কাপুর) হিন্দি সিনেমার টিমের। আমরা একই দলের ব্যাটসম্যান।

শ্যাম বাহাদুর–এ ভিকি কৌশল। ছবি: আইএমডিবি

একজন খেলোয়াড় হয়তো চার-ছয় হাঁকাবেন, আরেকজন শুধু ক্রিজে টিকে থাকবেন, এক অথবা দুই রান করে নিজেকে রক্ষা করবেন।’ তিনি কি চার-ছয় হাঁকাবেন, নাকি এক বা দুই রান করবেন? এমন প্রশ্নের উত্তরে এই বলিউড তারকা হেসে বলেছেন, ‘এটা তো দর্শকের ওপর নির্ভর করছে।’

আরও পড়ুন

দুই সিনেমা অবশ্য দুই ঘরানার। ‘অ্যানিমেল’ ছবিতে রোমান্স, অ্যাকশন, ড্রামা, আবেগ, পারিবারিক সম্পর্কসহ নানা রসদ ভরপুর আছে। রণবীর কাপুর, অনিল কাপুরের মতো তুখোড় অভিনেতা এই ছবির বড় সম্পদ, তা বলার অপেক্ষা রাখে না।

‘অ্যানিমেল’-এ রণবীর ও রাশমিকা। ভিডিও থেকে নেওয়া

এ ছাড়া ছবিতে ববি দেওল, সুরেশ ওবেরয়, তৃপ্তি দিমরি, প্রেম চোপড়ার মতো অভিনেতারা আছেন। ‘কবির সিং’–এর পরিচালক সন্দীপ রেড্ডি ভাংগা নিজেও ছবির বড় বিজ্ঞাপন। সঙ্গে পর্দায় রণবীরে সঙ্গে রসায়ন জমিয়ে তুলতে আছেন ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা মান্দানা।

অন্যদিকে ‘শ্যাম বাহাদুর’ নির্মাণ করা হয়েছে ভারতের প্রথম ফিল্ড মার্শাল শ্যাম মানেকশর জীবন অবলম্বনে। এই ছবির পরতে পরতে লুকিয়ে আছে জানা-অজানা নানা ইতিহাস। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঝলক ছবিটিতে ধরা পড়েছে। ছবিতে মানেকশর ভূমিকায় অভিনয় করেছেন ভিকি কৌশলের মতো দক্ষ অভিনেতা।

ছবির প্রচারে ফাতিমা ও ভিকি। এএনআই

অন্যান্য চরিত্রে দেখা যাবে দুই ‘দঙ্গল–কন্যা’ সানিয়া মালহোত্রা ও ফাতিমা সানা শেখকে। ছবিটি পরিচালনা করেছেন মেঘনা গুলজারের মতো খ্যাতিমান পরিচালক। তাই একে অপরের সঙ্গে টক্কর দেওয়ার জন্য দুই ছবির কোনোটিই একটি অন্যটির চেয়ে কম যায় না।

কিন্তু বক্স অফিসের দিকে চোখ রাখলে দেখা যায় ‘অ্যানিমেল’ ছবির দিকে পাল্লা বেশ ভারী। গতকাল সকাল পর্যন্ত ছবিটি অগ্রিম বুকিং থেকে প্রায় ২০ কোটি রুপি আয় করে ফেলেছে। ‘শ্যাম বাহাদুর’ অগ্রিম বুকিং থেকে ‘অ্যানিমেল’–এর ১০ শতাংশ আয়ও করতে পারেনি। গতকাল পর্যন্ত আয় মাত্র ১ কোটি ৮২ লাখ রুপি।

‘অ্যানিমেল’ ছবিতে অভিনয় করেছেন রণবীর ও রাশমিকা
ইনস্টাগ্রাম

অগ্রিম বুকিংয়ে রণবীরের ছবিটি রজনীকান্তর ‘জেলার’কে পেছনে ফেলে দিয়েছে দুই দিন আগেই। অনেকের ধারণা, এই অ্যাকশন থ্রিলার ছবিটি কেবল রণবীরের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং দিতে চলেছে, তা নয়, অনেক নতুন রেকর্ড সৃষ্টি করতে পারে।

আজ ‘অ্যানিমেল’–এর প্রথম শো সকাল সাতটায় রাখা হয়েছে মুম্বাই ও দিল্লির মতো বড় দুই শহরে। এই ছবির অগ্রিম টিকিট গতকাল সকাল পর্যন্ত ৭ লাখ ৪৫ হাজারের বেশি বিক্রি হয়েছে। ‘শ্যাম বাহাদুর’–এর হয়েছে ৫৮ হাজার। তবে অনেকের মতে, অভিনয়ের দিক থেকে এ ছবি ভিকির ক্যারিয়ারের সেরা ছবি হতে চলেছে। আবার অনেকে বলছেন, ‘অ্যানিমেল’ ছবিতে এক নতুন রণবীরকে আবিষ্কার করবেন দর্শক।

বক্স অফিসের ময়দানে এখনো রণবীর ভিকির চেয়ে অনেকটাই এগিয়ে। তবে ভিকিও সহজে ময়দান ছাড়ার পাত্র নন। ‘অ্যানিমেল’–এ বাণিজ্যিক ছবির সব উপাদান মজুত, অন্যদিকে শ্যাম বাহাদুর দাঁড়িয়ে আছে শ্যাম মানেকশর মতো ব্যক্তিত্বকে নিয়ে মেঘনার নির্মাণ আর ভিকির অভিনয়ের ওপর। সব মিলিয়ে ‘কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান’ অবস্থা।