অনেক অপেক্ষার ‘ব্রহ্মাস্ত্র’

‘ব্রহ্মাস্ত্র ’–এর একটি দৃশ্যে রণবীর কাপুর ও আলিয়া ভাট
ছবি : সংগৃহীত

ভারতে সবচেয়ে দীর্ঘ সময় ধরে শুটিং চলা সিনেমার তালিকা করলে অনায়াসে জায়গা করে নিতে পারে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা’। ২০১৪ সালের জুলাইয়ে এই সিনেমা শুরুর ঘোষণা আসে। এরপর কত কিছু যে হয়েছে। ছবির শুটিং করতে গিয়ে প্রধান দুই পাত্র–পাত্রী রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেম হয়েছে। চলতি বছর তাঁরা বিয়েও সেরেছেন। কিন্তু ছবিটি আর মুক্তি পায়নি। অবশেষে গতকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অয়ন মুখার্জির বহুল প্রতীক্ষিত এই ছবি।

আরও পড়ুন

‘ব্রহ্মাস্ত্র’ পেছানোর প্রথম কারণ রণবীর নিজে। তখন সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’তে অভিনয়ের জন্য প্রস্তুতির কারণে তাঁর পক্ষে আরেকটি সিনেমা করা সম্ভব ছিল না। এরপর শিল্পীদের শুটিং–সূচি জটিলতা, কোভিডসহ নানা কারণে বারবার বিলম্বিত হয়েছে। এই ছবি দিয়েই প্রথমবারের মতো পর্দায় জুটি হয়েছেন বাস্তব জীবনের জুটি আলিয়া-রণবীর। ৪০০ কোটির বেশি বাজেটের‘ব্রহ্মাস্ত্র’কে বলা হচ্ছে সবচেয়ে বেশি বাজেটের হিন্দি সিনেমার একটি।

আলিয়া ভাট
ছবি : সংগৃহীত

কিন্তু হিন্দি সিনেমার সাম্প্রতিক হালচাল ভালো নয়। বড় বাজেটের অনেক ছবিই ফ্লপ হয়েছে, সে তালিকায় আছে রণবীরের শেষ ছবি ‘শমশেরা’। মুক্তির আগে ছবিটি নিয়ে আশার কথা শুনিয়ে রণবীর বলেছিলেন, ‘অনেক অনেক দিন হয়ে গেল ছবিটি শেষ করতে...জানি না কেন এত সময় লাগল। এত দিন সময় লাগায় আমরাও বিব্রত, কেউ জানতে চাইলে ‘ব্রহ্মাস্ত্র’র কথা বলতাম না, অন্য ছবির শুটিংয়ে ব্যস্ত। কত দিন ধরে ছবিটির মধ্যে, চরিত্রগুলোর মধ্যে আমরা বসবাস করছি। ছবিটি আমাদের ডিএনএর অংশ হয়ে গেছে। এমনকি ছবি নিয়ে আমাদের বিয়ের দিনও কথা হয়েছে।’

আরও পড়ুন

তবে এত আলোচনার ছবিটি বিশ্বব্যাপী আট হাজারের বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বেশির ভাগ সমালোচকই অবশ্য ছবিটি পছন্দ করেননি। ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে তাঁদের রিভিউ সবচেয়ে ভালোভাবে বোঝানো যায় এই প্রবাদ দিয়ে, ‘পর্বতের মূষিক প্রসব’। যদিও বক্স অফিস সূত্র বলছে, ছবিটি ভালোই ব্যবসা করেছে। কেউ বলেছে প্রথম দিন ৩০ থেকে ৪০ কোটি আয় করবে ছবিটি। আগেই জানা গিয়েছিল, ছবিতে চার বছর পর বড় পর্দায় দেখা যাবে শাহরুখ খানকে। তবে যা জানা যায়নি, ‘ব্রহ্মাস্ত্র’–তে তাঁর ভূমিকা অতিথি চরিত্রের চেয়েও বেশি।

‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেট থেকে আলিয়া আর রণবীরের একে অপরের সঙ্গে প্রেমে
ছবি : সংগৃহীত

এর আগে চলতি বছর ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’, ‘আরআরআর’—দুটি সুপারহিট ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভাট। এ ছাড়া গত মাসে নিজের প্রযোজিত ওয়েব ফিল্ম ‘ডারলিংস’-এ অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন। তবে যত সাফল্যই পান, ‘ব্রহ্মাস্ত্র’ তাঁর কাছে বিশেষ কিছু। স্বামী রণবীরের জন্য নয়, অভিনেতা রণবীবের জন্য। তিনি বলেন, ‘অভিনেতা হিসেবে বরাবরই তাঁকে ভালোবাসি—পর্দায় তাঁকে যে কী দারুণ লাগে। এমন শক্তিশালী ও অভিনয়ের প্রতি সৎ একজনের সঙ্গে কাজ করা বিশেষ কিছু। এটা তাঁর সঙ্গে কাজ করার পর আরও ভালো করে বুঝেছি। তাঁর অভিনয়–দর্শন থেকে অনেক কিছু শেখার আছে। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমা নয়, এটা একটা অভিজ্ঞতা।’

‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেটে (বাঁ থেকে) পরিচালক অয়ন মুখার্জি, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন ও রণবীর কাপুর
ছবি: ইনস্টাগ্রাম

আলিয়া, রণবীর, শাহরুখ ছাড়াও ছবিতে আছেন অমিতাভ বচ্চন, মৌনি রায় ও আক্কিনেনি নাগার্জুনা। এ ছবি দিয়েই ১৬ বছর পর হিন্দি সিনেমায় দেখা গেছে নাগার্জুনাকে।

আরও পড়ুন