‘টাইগার–৩’ মুক্তির আগে ২০০ কোটি পকেটে পুরেছেন সালমান

সালমান খানফেসবুক থেকে

গত কয়েক বছরে বলিউডের বক্স অফিসে কোনো তারকার সিনেমাই সেভাবে চলেনি। সালমান খানও এর ব্যতিক্রম ছিলেন না। ‘টিউবলাইট’, ‘রাধে’, ‘অন্তিম’—একের পর ফ্লপ হয়েছে তাঁর অভিনীত সিনেমা। চলতি বছরের শুরুতে ‘পাঠান’ দিয়ে হিন্দি সিনেমায় আবার হিট হতে শুরু করে। পরে সারা বছরজুড়েই বিভিন্ন হিন্দি সিনেমা ব্যবসা করেছে।

আরও পড়ুন

তাই সালমান খানও আশা করছেন টানা ব্যর্থতার পর নতুন সিনেমা ‘টাইগার–৩’ সুপারহিট হবে। ভারতীয় গণমাধ্যম কইমই জানিয়েছে, ১২ নভেম্বর মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি থেকে ২০০ কোটির বেশি পারিশ্রমিক পকেটে পুরেছেন সালমান।

বক্স অফিসে একের পর এক ছবির ভরাডুবি সত্ত্বেও ‘টাইগার–৩’ ছবির জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন সালমান খান। এ ছবির জন্য কেবল পারিশ্রমিকই নয়, শাহরুখ খানের পথেই হেঁটেছেন তিনি।

‘টাইগার ৩’ ছবির প্রথম গান ‘লেকে প্রভুকা নাম’–এর পোস্টার। এক্স থেকে

প্রতিটি ছবিতে পারিশ্রমিক না বাড়ালেও লভ্যাংশের চুক্তিতে ছবিতে সই করেন শাহরুখ। চুক্তি অনুযায়ী, ছবির বক্স অফিসে যত লাভ করে, সেই অনুযায়ী বাড়তে থাকে তাঁর লভ্যাংশের পরিমাণও। এই লভ্যাংশের চুক্তিতেই বেশি লাভবান হয়েছেন শাহরুখ।

সেই পথেই এবার পা বাড়িয়েছেন সালমানও। জানা গেছে, ‘টাইগার–৩’-এর ক্ষেত্রে প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের সঙ্গে ৬০ শতাংশ লভ্যাংশের চুক্তি হয়েছে ভাইজানের। ছবি বক্স অফিসে যা উপার্জন করবে, তার ৬০ শতাংশ পাবেন সালমান। সঙ্গে তাঁর ১০০ কোটি টাকার পারিশ্রমিক তো আছেই। সব মিলিয়ে ‘টাইগার–৩’-এর সৌজন্যে নাকি ২০০ কোটি টাকা পকেটে তুলছেন অভিনেতা।

মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে সালমানের সঙ্গে আছেন ক্যাটরিনা কাইফ।

‘টাইগার–৩’ সিনেমার পোস্টার
ফেসবুক থেকে

এ ছাড়া ছবিতে দেখা যাবে ইমরান হাশমিকে। শোনা যাচ্ছে, যশ রাজের স্পাই ইউনিভার্সের কবীর ও পাঠান চরিত্রে অভিনয় করা হৃতিক রোশন ও শাহরুখ খানও থাকবেন অতিথি চরিত্রে।