৯০০ কোটি রুপি আয় করা ছবির নায়িকা, রুক্মিণীকে কতটা চেনেন

চলতি বছর ভারতের সবচেয়ে ব্যবসাসফল ‘কানতারা: আ লিজেন্ড চ্যাপটার ১’–এর নায়িকা তিনি। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর আয় করেছে ৯০০ কোটি রুপির বেশি। ছবিতে ঋষভ শেঠির সঙ্গে অভিনয় করে আলাদাভাবে নজর কেড়েছেন এক তরুণ অভিনেত্রী। তিনি রুক্মিণী বসন্ত। হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য—

১ / ১০
দক্ষিণ ভারতীয় সিনেমার দুনিয়ায় তিনি পরিচিত মুখ। কিন্তু ‘কানতারা: আ লেজেন্ড-চ্যাপ্টার ১’-এর পর এখন সারা ভারতেই আলোচনায় রুক্মিণী বসন্ত, এমনকি আন্তর্জাতিক পরিসরেও তাঁকে নিয়ে কথা হচ্ছে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২ / ১০
রাজকন্যা কঙ্কাবতীর চরিত্রে তাঁর উপস্থিতি দর্শকের নজর কেড়েছে। কয়েক বছর আগেও আঞ্চলিক ছবির ভেতরে সীমিত ছিল যাঁর পরিচিতি, তিনিই আজ হয়ে উঠেছেন সিনেমাপ্রেমীদের কৌতূহলের কেন্দ্রবিন্দু। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
‘কানতারা’র সাফল্যের পর এর সিকুয়েলে অভিনয় চাপের ছিল কি না, এমন প্রশ্নের উত্তরে রুক্মিণী বলেন, ‘নিশ্চয়। প্রথমটা সফল হলে দ্বিতীয় ভাগে দায়িত্ব বেড়ে যায়। তবে আমাদের টিম খুবই আন্তরিক ছিল। চাপ অনেক সময় আমাদের আটকে দেয়, কিন্তু দায়িত্ব সব সময় প্রেরণা জোগায়। এই ছবির টিম দায়িত্বকে প্রেরণায় পরিণত করেছে। তাই কাজকে কখনোই বোঝা মনে হয়নি। আমরা আমাদের সেরাটা উজাড় করে দিতে পেরেছি। সবার সহযোগিতার কারণেই এটা হয়েছে।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
‘কানতারা: আ লেজেন্ড–চ্যাপ্টার ১’–এর অংশ হতে পেরে দারুণ উচ্ছ্বসিত রুক্মিণী। তিনি বলেন, ‘আমাকে যখন তিনি এই ছবির প্রস্তাব দেন, তখন একেবারেই স্বপ্নের মতো মনে হয়েছিল। চরিত্রটা যেমন বড়, কাহিনিতেও এর গুরুত্ব অনেক। শুরুতে অবশ্য একটু ভীত ছিলাম। কিন্তু ঋষভ স্যারের ভরসা আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ১০
ছবিতে রাজকন্যা কঙ্কাবতীর চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী। এই চরিত্রে ঢোকার জন্য তাঁর ছিল দীর্ঘ প্রস্তুতি। তিনি বলেন, ‘এমন একটা ছবিতে কাজ করার সময় করাবলি সংস্কৃতির মধ্যে পুরোপুরি নিমজ্জিত হওয়াটা জরুরি। কারণ, কানতারা শুধু কাহিনি নয়, করাবলি অঞ্চলের পরম্পরা ও বিশ্বাসের সঙ্গে গভীরভাবে জড়িত। আমার চরিত্রের কারণে ভূতপ্রেত ও দেব–দেবীর পূজা সম্পর্কে বিশদভাবে জানতে হয়েছে। লেখক ও ঋষভ স্যার এ ক্ষেত্রে আমাকে সাহায্য করেছেন। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, শারীরিক ভাষা আয়ত্ত করা। কঙ্কাবতীকে সঠিকভাবে জীবন্ত করে তুলতে তা শেখা জরুরি ছিল।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৬ / ১০
সামনে রুক্মিণীকে ‘টক্সিক’ ছবিতে দেখা যাবে। তিনি বলেন, ‘গত অক্টোবর থেকে আমি যেসব ছবিতে কাজ করেছি, সেগুলো একেবারেই ভিন্ন ধারার। এই ভ্রমণে ক্রমাগত নিজেকে আমি চ্যালেঞ্জ করেছি। এর মধ্যে দুটি জিনিস শিখেছি—আমার শক্তি ও দুর্বলতা চিনেছি এবং নিজেকে ক্রমান্বয়ে উন্নত করে চলেছি।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৭ / ১০
রুক্মিণীর কাছে প্রতিটি চরিত্র মানে নতুন এক যাত্রা, নতুন এক চ্যালেঞ্জ। ‘কানতারা: আ লেজেন্ড–চ্যাপ্টার ১’ তাঁকে শুধু বড় ক্যানভাসেই তুলে আনেনি, বরং নিজের ভেতরের সম্ভাবনাকেও নতুনভাবে চিনতে শিখিয়েছে। দায়িত্বকে তিনি বোঝা নয়, প্রেরণা হিসেবে দেখেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
সম্প্রতি আইএমডিবির (ইন্টারনেট মুভি ডেটাবেজ) করা চলতি বছরের জনপ্রিয় ভারতীয় তারকার তালিকায় জায়গা পেয়েছেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৯ / ১০
অভিনেত্রী সাক্ষাৎকারে জানান, তাঁর প্রতিদিনের রুটিনে নেই কোনো কঠোর নিয়ম। শুটিংয়ের ফাঁকে স্কেচ করা, শৈশবের কমিকস ঘাঁটা, মুখস্থ ছবিগুলো বারবার দেখা কিংবা মনের সঙ্গে মিলে যায়, এমন গান শুনে ফেলা—এসব ছোট ছোট অভ্যাসই তাঁকে স্থির রাখে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
মজার সিনেমা বেছে নিতে চাইলে তিনি দেখেন ‘ওম শান্তি ওম’। ‘প্রতিবারই ওটায় নতুন কিছু খুঁজে পাই। ইন্ডাস্ট্রিকে মজা করে দেখায়, কিন্তু কখনো তাচ্ছিল্য করে না,’ বলেন রুক্মিণী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে