একেবারে বিয়ের ছবি দিয়েই সম্পর্কের কথা জানালেন তাঁরা
কৃতি খরবান্দা ও পুলকিত সম্রাট যে প্রেম করছেন, তা প্রায় সবাই জানতেন। বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ২০১৯ সাল থেকে প্রেম করছেন এই তারকা জুটি। কিছুদিন আগে তাঁদের বাগ্দানের খবরও প্রকাশিত হয়।
কিন্তু কৃতি বা পুলকিত কখনোই তাঁদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে জানাননি। সেটা জানালেন একেবারে বিয়ের ছবি দিয়ে! আজ শনিবার বিকেলে ইনস্টাগ্রামে ছবি দিয়ে বিয়ের খবর জানিয়েছেন কৃতি ও পুলকিত। খবর এনডিটিভির
গত শুক্রবার সাত পাকে বাঁধা পড়েন কৃতি খরবান্দা ও পুলকিত সম্রাট। কৃতি ও পুলকিত—দুজনেরই কাজের জায়গা মুম্বাইয়ে হলেও বিয়ের অনুষ্ঠানের কোনোটাই মুম্বাইয়ে হয়নি। বিয়ের আসর বসে দিল্লি এনসিআরের কাছে আইটিসি গ্র্যান্ড ভারত হোটেলে। সাধারণত বিয়ের ঘণ্টা কয়েকের মধ্যেই ছবি দেন তারকারা। কিন্তু সে পথে হাঁটেননি কৃতি-পুলকিত। এক দিন বাদে প্রকাশ্যে এল তাঁদের বিয়ের ছবি।
বিয়েতে অভিনেত্রীর পরনে ছিল গোলাপি লেহেঙ্গা, সঙ্গে মানানসই কুন্দনের গয়না। পুলকিতের পরনে ছিল পেস্তা রঙের শেরওয়ানি, মাথায় পাগড়ি।
কনের লেহেঙ্গার সঙ্গে ম্যাচিং করে পাগড়িতে রয়েছে গোলাপি সুতার কাজ। বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ্যে এনেছেন দুজন।
২০১৯ সাল থেকে কৃতি-পুলকিতের সম্পর্ক। এবার সেই সম্পর্ক পরিণতি পেতেই কৃতি লেখেন, ‘সকালের রোদঝলমলে আকাশ থেকে জীবনের ভালো-খারাপ—যেকোনো অবস্থায় শুধুই তুমি। জীবনের প্রতিটি পলে আমার হৃদয়ের প্রতিটা হৃৎস্পন্দনে শুধুই তুমি।’
পুলকিতের জন্য এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি শ্বেতা রোহিরাকে বিয়ে করেছিলেন। তবে তাঁদের বিয়ের বয়স এক বছরও গড়ায়নি। এর আগেই পুলকিত আর শ্বেতার মধ্যে বিচ্ছেদ হয়।