বিনা মূল্যে টিকিট দিয়েও ব্যর্থ ‘শাহেজাদা’

‘শাহেজাদা’য় কার্তিক আরিয়ান ও কৃতি শ্যানন
ছবি : সংগৃহীত

নতুন বছরের শুরুতে ‘শাহেজাদা’ ছবির ট্রেলার মুক্তির পর ব্যাপক সাড়া ফেলে। ১৩ জানুয়ারি মুক্তি পাওয়া এই ট্রেলার শাহরুখ খানের ‘পাঠান’-এর ট্রেলারকে পেছনে ফেলে ভারতের ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে চলে আসে। অনেকেই ভেবেছিলেন, গত বছর মুক্তি পাওয়া ‘ভুল ভুলাইয়া টু’–এর মতো ‘শাহেজাদা’ দিয়েও বক্স অফিসে ঝড় তুলবেন কার্তিক আরিয়ান। কিন্তু গতকাল মুক্তির পর প্রথম দিন মাত্র সাত কোটি রুপি আয় করেছে। এমনকি এক টিকিটের সঙ্গে আরেক টিকিট বিনা মূল্যে দেওয়ার পরও ছবিটি দর্শক টানতে পারেনি। চলুন দেখে নেওয়া যাক বক্স অফিসে ‘শাহেজাদা’ প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে না পারার সম্ভাব্য পাঁচ কারণ।

কার্তিক আরিয়ান ও কৃতি শ্যানন

‘পাঠান’-এর প্রভাব
গত ২৫ জানুয়ারি মুক্তির পর থেকেই বক্স অফিসে যে ‘পাঠান’–ঝড় চলছিল, তা এখনো অব্যাহত আছে। কার্তিক আরিয়ান ও কৃতি শ্যাননের ছবি ‘শাহেজাদা’ মুক্তি পাওয়ার কথা ছিল ১০ ফেব্রুয়ারি। কিন্তু ‘পাঠান’-এর দাপট দেখে এক সপ্তাহ পেছানো হয়। তাতেও খুব একটা লাভ হয়নি। ‘পাঠান’ নিয়ে এখনো দর্শকের যথেষ্ট আগ্রহ আছে। ফলে ‘শাহেজাদা’–এর জায়গায় অনেকেই সপ্তাহান্তে দেখার জন্য ‘পাঠান’কেই বেছে নিচ্ছেন। মুক্তির প্রথম দিন ‘শাহেজাদা’ নিয়ে দর্শকের সেভাবে আগ্রহ না থাকায় অনেক পরিবেশক ছবিটির বদলে আবারও হলে ‘পাঠান’ দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন। ফলে আগামীকাল রোববার থেকে শাহরুখ খানের ছবিটির শো আরও বাড়ছে।

‘শাহেজাদা’য় কৃতি শ্যানন

রিমেকে আগ্রহ কম
গত বছর মুক্তি পাওয়া ‘জার্সি’ ও ‘বিক্রম বেদা’ বক্স অফিসে ব্যর্থ হয়েছে। দুই ছবিতেই বড় তারকা ছিলেন, নির্মাণও যথেষ্ট প্রশংসা পেয়েছিল। কিন্তু অনেক বিশ্লেষক মনে করেন, দক্ষিণি ছবির হিন্দি রিমেক হওয়ার কারণেই ছবিগুলো হলে সেভাবে চলেনি। দক্ষিণি সিনেমা মুক্তির পর জনপ্রিয় হলেও কিছুদিন পর সেটির হিন্দি ডাবিং করে ইউটিউবে দিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে যেসব দর্শক ছবিটি ভাষার কারণে দেখেননি, তাঁদেরও সুবিধা হয়। আগেই হিন্দি ডাবিং দেখে ফেলার কারণে নতুন করে আর হিন্দি রিমেক দেখতে দর্শকেরা আগ্রহী হন না। এর মধ্যে কেবল ‘দৃশ্যম ২’-এর হিন্দি রিমেক ব্যবসাসফল হয়। এর অন্যতম কারণ ছিল মূল মালয়ালম ছবিটির হিন্দি ডাবিং মুক্তি না পাওয়া।

আরও পড়ুন

কার্তিক আরিয়ান অভিনীত ‘শাহেজাদা’ ছবিটি তেলেগু ছবি ‘আলা বৈকুণ্ঠাপুররামুলো’-এর হিন্দি রিমেক। ইউটিউবে তেলেগু ছবিটির হিন্দি ডাব মুক্তি পেয়েছে ২ ফেব্রুয়ারি। অনেক বিশ্লেষক মনে করছেন, ‘শাহেজাদা’ মুক্তির মাত্র দুই সপ্তাহ আগে ‘আলা বৈকুণ্ঠাপুররামুলো’-এর হিন্দি ডাবিং মুক্তি পাওয়ায় কার্তিক-কৃতির ছবিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষ ঘরে বসে ইউটিউবে বিনা মূল্যে ‘আলা বৈকুণ্ঠাপুররামুলো’ দেখেছেন, হলে গিয়ে তাই ‘শাহেজাদা’ দেখতে চাননি।

‘শাহেজাদা’য় কার্তিক

আলোচনা তৈরি না হওয়া
ট্রেলার মুক্তির পর যতটা আলোচনা ছিল, মুক্তির আগে ‘শাহেজাদা’ ততটা আলোচনায় ছিল না। ভারতীয় দর্শকেরা ‘পাঠান’ নিয়ে এতটাই বুঁদ ছিলেন, যার আড়ালে পড়ে যায় ‘শাহেজাদা’। এ ছাড়া ছবি মুক্তির আগে প্রচারণায় পাত্র–পাত্রীদের দেওয়া বিভিন্ন সাক্ষাৎকার ঘিরে নানা ধরনের আলোচনা তৈরি হয়, যা ‘শাহেজাদা’–এর ক্ষেত্রে হয়নি। এ কারণেই ছবিটির অগ্রিম বুকিং ছিল মাত্র পাঁচ থেকে ছয় হাজার।

‘শাহেজাদা’য় কার্তিক

জনপ্রিয় সুপারহিরো ছবির মুক্তি
একে তো বক্স অফিসে চলছে ‘পাঠান’–ঝড়, তারপর যুক্ত হয়েছে ‘অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টাম্যানিয়া’। গত শুক্রবার ‘শাহেজাদার’ সঙ্গে একই দিন মুক্তি পেয়েছে হলিউডি এই ছবি। ভারতের তরুণ দর্শকের মধ্যে মার্ভেল কমিকসের ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ আছে। ‘অ্যান্ট-ম্যান’ সিরিজের আগের দুই কিস্তিও ভারতে ভালো ব্যবসা করেছিল, তৃতীয়টির শুরুও খারাপ না। ‘অ্যান্ট-ম্যান ৩’ মুক্তি না পেলে নিশ্চিতভাবেই ‘শাহেজাদা’–এর ব্যবসা আরও একটু বেশি হতো।

‘শাহেজাদা’য় কার্তিক ও কৃতি
ছবি : সংগৃহীত

দুর্বল নির্মাণ
‘আলা বৈকুণ্ঠাপুররামুলো’-তে প্রধান চরিত্রে অভিনয় করেন আল্লু অর্জুন। ‘শাহেজাদা’য় কার্তিক আরিয়ান। অনেক সমালোচকের বিশ্লেষণ—চরিত্রটির প্রতি একেবারেই সুবিচার করতে পারেননি কার্তিক। এ ছাড়া অ্যাকশন, কমেডি, পরিচালনা কোনো ক্ষেত্রেই ছবিটি মূল ছবির কাছাকাছিও যেতে পারেনি বলে মনে করছেন তাঁরা।

আরও পড়ুন