নায়ক যখন কালো ঘোড়া
বলিউডে পশুকে কেন্দ্র করে ছবি আজকাল আগের মতো হয় না। অভিষেক কাপুর এবার নিয়ে আসছেন ‘আজাদ’। ভারতে প্রাক্–স্বাধীনতার পটভূমিতে আজাদ নামের ঘোড়াকে নিয়ে বোনা হয়েছে আজাদ–এর গল্প। অজয় দেবগনের ভাগনে আমান দেবগন আর রাভিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাডানির বলিউড অভিষেক এ ছবি দিয়েই হবে। ছবির মূল দুই চরিত্র করছেন অজয় দেবগন আর ডায়ানা পেন্টি। গত সোমবার মুম্বাইয়ের মেহেবুব স্টুডিওতে ছিল ‘আজাদ’-এর ট্রেলার মুক্তির অনুষ্ঠান। অনুষ্ঠানে ছবিটি নিয়ে নিজেদের অনুভূতি, অভিজ্ঞতা জানিয়েছেন অভিনয়শিল্পীরা।
ট্রেলার মুক্তির অনুষ্ঠানে অজয় দেবগন, ডায়ানা পেন্টি, আমান দেবগন, রাশা থাডানি, পরিচালক অভিষেক কাপুর, প্রযোজক রনি স্ক্রুওয়ালা, প্রজ্ঞা কাপুরসহ অনেকে উপস্থিত ছিলেন। তবে অনুষ্ঠানে আসল তারকা ছিল কালো রঙের চকচকে একটি ঘোড়া। মঞ্চে ‘আজাদ’ আসতেই জমে ওঠে অনুষ্ঠান। এদিনের আসরে ভাগনে আমানের উদ্দেশে অজয় বলেন, ‘ও আমার ছেলের মতো নয়, আমার ছেলেই।’
এই বলিউড তারকা আরও বলেন, ‘“আজাদ” ছবির মাধ্যমে আমরা দুজন নবীন তারকাকে পেতে যাচ্ছি। একজন আমান, আরেকজন আমার সহ–অভিনেতা রাভিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাডানি। আমার মতে, দুই বাচ্চাই ভালো প্রস্তুতি নিয়েছে। ওরা ভালো কাজ করেছে। ওরা দুজনই প্রতিভাবান। আমি সব সময় আমানকে বকাবকি করতাম। মনে হতো, ও যত পরিশ্রম করুক, তা যথেষ্ট নয়। আসলে আজকালকার দর্শক এতটুকু দয়া দেখান না বলে আমি মনে করি। তাই অভিনেতারা যতই পরিশ্রম করুক না কেন, তা যেন কম মনে হয়। এ প্রজন্মের অভিনেতাদের ওপর এটা অনেক বড় চাপ। আমাদের সময় এই চাপটা ছিল না। তখন দর্শক আমাদের ভুলত্রুটিকে ক্ষমা করে দিতেন।’
একাধিক সিনেমায় এর আগে ঘোড়ার পিঠে চেপে অজয়কে অনেক অ্যাকশন করতে দেখা গেছে। ‘চার্লি’ নামে একটা ঘোড়ার প্রসঙ্গ টেনে এই বলিউড তারকা বলেন, ‘যত দূর জানি, ইন্ডাস্ট্রির কাউকেই ওর পিঠে বসতে দিত না চার্লি। শুধু আমিই ওর পিঠে বসতে পারতাম। চার্লি আমার খুব প্রিয় এক ঘোড়া। আমার অধিকাংশ ছবিতেই ও থাকত। আফসোস, চার্লি বেঁচে নেই।’
সম্পর্কে মামা হলেও ‘আজাদ’ ছবির সেটে অজয় দেবগনের সঙ্গে কাজ করার সময় রীতিমতো ভয়ে ভয়ে থাকতেন আমান।
নবাগত অভিনেতার ভাষ্য, ‘অজয় দেবগনজির সঙ্গে শুটিংয়ের সময় আমি খুব ভয়ে ভয়ে ছিলাম। কিন্তু পরে উনি আমাকে অনেক সাহায্য করেছিলেন। ওনার কারণেই আমি শেষ পর্যন্ত কাজটা করতে পেরেছি।’ মামা অজয়ের একটা উপদেশও সামনে আনলেন, ‘অজয় মামা আমায় বলেছেন যে কতটা সফলতা পেলাম, তা বড় কথা নয়। সব সময় বিনয়ী আর নম্র থাকা প্রয়োজন। আর মাটিতে পা রেখে চলা জরুরি। বাবা রে! এমনিতে উনি খুবই কড়া। যে কেউ ওনার থেকে পালাতে চাইবে। আমি যা-ই করি না কেন, ওনার কাছে তা যথেষ্ট নয়। আর আমার সেরাটা বের করার জন্য উনি ক্রমাগত আমাকে ধাক্কা দিতে থাকতেন।’
রাভিনার কন্যা রাশাও এদিন কথা বলেন, ‘আজাদ ছবির কারণে সোশাল মিডিয়ায় প্রচুর ভালোবাসা পাচ্ছি। এটা এই ছবির টিমেরই অবদান। টিমের প্রত্যেকে শুটিংয়ের সময় আমাকে সাহায্য করেছিলেন।’ মায়ের দেওয়া একটা উপদেশ সারা জীবন মাথায় রেখে চলবেন জানিয়ে রাশা বলেন, ‘মা আমাকে একটা কথা সব সময় বলেন, আগে নিজের সেরাটা দাও, তারপর বাকিটা ওপরওয়ালার ওপর ছেড়ে দাও মা।’
১৭ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে ‘আজাদ’।