গোলাপি সাজে বলি তারকারা

অভিনেত্রীদের বিয়ের পোশাক নিয়ে ভক্তদের আগ্রহের শেষে নেই। ৭ ফেব্রুয়ারি বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি বিয়ে করেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে। এদিন তিনি পরেছিলেন গোলাপি রঙের লেহেঙ্গা। গোলাপি রঙের পোশাকে বিয়ের সাজে সেজেছিলেন আরও অনেক অভিনেত্রীই। দেখে নেওয়া যাক আর কোন বলি তারকারা গোলাপি সাজে বিয়ে করেছেন। তবে বিয়েতে তারকারা কেন বারবার গোলাপি রঙের পোশাকই বেছে নেন, কে জানে।

১ / ৬
মনীশ মালহোত্রার ডিজাইন করা গোলাপি রঙের লেহেঙ্গায় সিদ্ধার্থের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কিয়ারা। গত মঙ্গলবার রাজস্থানের জয়সালমিরের সূর্যগড় প্যালেসে বিয়ে সেরেছেন ‘শেরশাহ’ জুটি। কিয়ারা ভক্তদের জন্য তাঁদের বিয়ের ছবি শেয়ার করেন
ছবি : সংগৃহীত
২ / ৬
২০১৭ সালে ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে সাত পাকে বাঁধা পরেছিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। বিয়েতে গোলাপি রঙের লেহেঙ্গায় দেখা যায় এই অভিনেত্রীকে। তাঁর এই পোশাকের ডিজাইন করেছিলেন সব্যসাচী
ছবি : সংগৃহীত
৩ / ৬
গত মাসেই আরেক ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী আথিয়া শেঠি। তিনি অভিনেতা সুনীল শেঠির মেয়ে। এই বিয়েতে অনামিকা খান্নার ডিজাইন করা গোলাপি পোশাকে সেজেছিলেন আথিয়া শেঠি। লোকেশ রাহুলও পরেছিলেন গোলাপি রঙের পোশাক
ছবি : সংগৃহীত
৪ / ৬
২০১৮ সালে অঙ্গন বেদিকে বিয়ে করেন অভিনেত্রী নেহা ধুপিয়া। সেদিন তিনি অনিতা ডংরের ডিজাইন করা গোলাপি লেহেঙ্গায় সাজেন। নেহার লেহেঙ্গার সঙ্গে মিলিয়ে সাদা শেরওয়ানির সঙ্গে গোলাপি পাগড়ি পরেছিলেন অঙ্গন বেদি
ছবি : সংগৃহীত
৫ / ৬
বলিউড গায়িকা নেহা কক্কর। ২০২০ সালে তিনি বিয়ে করেন আরেক সংগীতশিল্পী রোহানপ্রীত সিংকে। গোলাপি রঙের লেহেঙ্গা পরে বিয়ে করেন নেহা কক্কর। এমনকি তাঁর স্বামী রোহানপ্রীত সিংয়ের বিয়ের পোশাক ছিল গোলাপি রঙের। রোহান গোলাপি শেরওয়ানি পরে উপস্থিত হয়েছিলেন বিয়ের আসরে
ছবি : সংগৃহীত
৬ / ৬
২০১৫ সালে বলিউড অভিনেতা শহিদ কাপুর বিয়ে করেন মীরা রাজপুতকে। বিয়েতে মীরা পরেছিলেন অনামিকা খান্নার ডিজাইন করা গোলাপি লেহেঙ্গা। শুধু পোশাকেই নয়, তাঁর সাজের মধ্যেও ছিল গোলাপি রঙের ছোঁয়া। হাতের চুড়ি, এমনকি গলার অলংকারে ছিল গোলাপি রং
ছবি : সংগৃহীত
আরও পড়ুন
আরও পড়ুন