‘সাইয়ারা’–জাদু আর কত দিন
গত সপ্তাহে মুক্তি পাওয়া ‘সন অব সরদার ২’ ও ‘ধড়ক ২’ বক্স অফিসে এখনো ধুঁকছে, তবে এখনো দুর্বার গতিতে এগিয়ে চলছে মোহিত সুরির ‘সাইয়ারা’। কিন্তু বক্স অফিসে সিনেমাটির দাপট আর কত দিন থাকবে?
১৮ জুলাই মুক্তি পায় মোহিত সুরির রোমান্টিক ড্রামা ‘সাইয়ারা’। একদিকে নতুন মুখ আহান পান্ডে ও অনীত পাড্ডা, অন্যদিকে ঝলসে ওঠা পপ–কালচার মুহূর্ত—সব মিলিয়ে ছবিটি জেন–জেড প্রজন্মের এক দারুণ পছন্দ হয়।
মুক্তির পর থেকেই ছবিটি বক্স অফিসে দুর্দান্ত পারফর্ম করে চলেছে। ৮ আগস্ট তিন সপ্তাহ পূর্ণ করতে চলেছে ‘সাইয়ারা’। এরই মধ্যে গতকাল সোমবার সিনেমাটি ঢুকে পড়েছে ৩০০ কোটির ক্লাবে। একই সময়ে মুক্তি পাওয়া বড় তারকা অজয় দেবগনের ‘সন অব সরদার ২’ কিংবা ধর্ম প্রোডাকশনের ‘ধড়ক ২’–এর মতো ছবিকে রীতিমতো চাপে ফেলেছে দুই নবীন তারকার ‘সাইয়ারা’।
বলিউডের সুপরিচিত বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ এনডিটিভিকে জানান, ‘বক্স অফিস সব সময়ই অনিশ্চিত, এটাই তো এর সৌন্দর্য। “সাইয়ারা”র ক্ষেত্রে সেটা আবার প্রমাণিত হয়েছে। ছবিটি সব রেকর্ড ভেঙে দিয়েছে। একঝাঁক নতুন মুখ নিয়ে যে ছবি ৩০০ কোটি টপকাতে পারে, সেটাই তো অবিশ্বাস্য! আমি নিশ্চিত, মুক্তির আগে কেউ ভাবতেও পারেনি যে, এই ছবি চলবে। কিন্তু বক্স অফিস নিজেই সব উত্তর দেয়।’
অনেকে মনে করছেন, সিনেমাটি বক্স অফিসে ৫০০ কোটি রুপি ব্যবসা করবে, কেউ কেউ তো আগ বাড়িয়ে বলছেন, হাজার কোটি ছাড়াবে। তবে তরণ তাঁদের সঙ্গে একমত নন। তাঁর ভাষ্যে, ‘আমার মনে হয়, ৩০০ কোটিই ছবিটির চূড়ান্ত সীমা। তবে নতুন মুখদের নিয়ে এত দূর যাওয়াটাই বিশাল অর্জন।’
অজয় দেবগন ও ম্রুণাল ঠাকুর অভিনীত বড় বাজেটের ‘সন অব সরদার ২’ গত জুলাইয়ে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ‘সাইয়ারা’র সাফল্যের কারণে নির্মাতারা ছবির মুক্তি পিছিয়ে দেন ১ আগস্ট পর্যন্ত। অন্যদিকে তৃপ্তি দিমরি ও সিদ্ধান্ত চতুর্বেদী অভিনীত ‘ধড়ক ২’ সিনেমাটিও ১ আগস্ট মুক্তি পায়।
এই পরিপ্রেক্ষিতে ‘সাইয়ারা’র প্রভাব নিয়ে তরণ আদর্শ বলেন, ‘আসলে এখন “সাইয়ারা” কিছুটা চাপে পড়েছে “মহাবতার নরসিংহ” সিনেমাটির কারণে। মুক্তির পর গতকাল পর্যন্ত ছবিটি আট কোটি রুপি আয় করেছে। তবে “সাইয়ারা” যে এর মধ্যেই ব্লকবাস্টার হিট, সেটা অস্বীকার করার উপায় নেই।’
আন্তর্জাতিক বাজারেও বাজিমাত
‘সাইয়ারা’ সিনেমাটির দাপট কেবল ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক বাজারেও দারুণ সাড়া ফেলেছে। তরণ বলেন, ‘বিশ্বজুড়েই ছবিটি দারুণ চলেছে। এ ব্যাপারটাই ছবির শক্তি বোঝায়। এটা নিঃসন্দেহে একটি ব্লকবাস্টার।’
তরণ আরও বলেন, ‘আমি মনে করি, এ রকম জনপ্রিয়তা এর আগে কেবল “ববি”(১৯৭৩) ছবির সময় দেখেছি—যখন ঋষি কাপুর ও ডিম্পল কাপাডিয়া নতুন মুখ হিসেবে এসেছিলেন। সেই সময়ের মতোই এক উন্মাদনা এখন “সাইয়ারা”কে ঘিরে।’
আসছে ‘ওয়ার ২’; টেক্কা দিতে পারবে?
আগস্টের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমা অয়জ মুখার্জির ‘ওয়ার ২’। হৃতিক রোশন, জুনিয়র এনটিআর ও কিয়ারা আদভানির সিনেমাটিও প্রযোজনা করেছে ‘সাইয়ারা’র প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস।
তরণ বলেন, ‘“ওয়ার ২” অবশ্যই বড় পরিসরে মুক্তি পাবে, হয়তো ব্যবসাও করবে। তবে “সাইয়ারা” আরও কিছুদিন চলবে।’ এই বিশ্লেষকের ধারণা, ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পাওয়া ‘ওয়ার ২’ প্রথম দিনেই ৫০ কোটি রুপির বেশি আয় করতে পারে।
এখন পর্যন্ত ‘সাইয়ারা’ বিশ্বব্যাপী ৪৫০ কোটি রুপির বেশি আয় করেছে। এটি এখন চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা সিনেমা। ভিকি কৌশল ও রাশমিকা মান্দানার ‘ছাবা’র পরেই এর অবস্থান।
তথ্যসূত্র: এনডিটিভি