বিষাক্ত পরিবেশে ভালোবাসা ছড়াবেন বাণী, রইল ১২টি ছবি

এক যুগের ক্যারিয়ার; তবে এখনো পায়ের নিচে মাটি শক্ত করতে পারেননি বাণী কাপুর। তবে চলতি বছর ‘রেইড ২’ সিনেমা ও নেটফ্লিক্সের সিরিজ ‘মান্ডালা মার্ডার্স’ আলোচিত হয়েছে। আজ অভিনেত্রীর জন্মদিন। এ উপলক্ষে হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য—

১ / ১২
বাণীর ছোটবেলা কেটেছে একটি খামারবাড়িতে। যেখানে প্রচুর পোষা প্রাণী ছিল। মজা করে বাণী বলেন, ‘চিড়িয়াখানা’য় বড় হয়েছেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২ / ১২
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা বাণীর অভিনয়ে অভিষেক হয় ‘শুদ্ধ দেশি রোমান্স’ সিনেমা দিয়ে। ২০১৩ সালে মুক্তি পায় সিনেমাটি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ১২
যশ রাজ ফিল্মসের সঙ্গে চুক্তি থাকায় ক্যারিয়ারের প্রথম দিকে বাইরের প্রযোজনা সংস্থার সিনেমায় অভিনয় করতে পারেননি বাণী। চুক্তি শেষ হওয়ার পর তাঁর সিনেমার সংখ্যা বেড়েছে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৪ / ১২
ক্যারিয়ারের শুরুর দিকে গ্ল্যামারাস চরিত্রেই কেবল দেখা গেছে বাণীকে। উপহার দিতে পারেননি মনে রাখার মতো কোনো চরিত্রও। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ১২
অভিনয় দিয়ে বাণী আলাদা করে নজর কাড়েন অভিষেক কাপুরের ‘চণ্ডীগড় করে আশিকি’ দিয়ে। এ ছবিতে তাঁকে দেখা যায় ট্রান্সজেন্ডার নারীর চরিত্রে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৬ / ১২
বাণীর মতে, ভারতে অভিনয়শিল্পীদের শুধু অভিনয়ে পারদর্শী হলেই চলে না, নাচেও সমান দক্ষ হতে হয়। কারণ, বাণিজ্যিক সিনেমার অন্যতম উপাদান নাচ-গান। এ প্রসঙ্গে বাণী বলেন, ‘আমি ভাগ্যবান যে এমন একটি সিনেমাজগতে কাজ করছি, যেখানে নাচ-গান পর্দায় দারুণভাবে উদ্‌যাপন করা হয়। “ঘুঙরু” থেকে “নাশে সি চাথ গায়ি”র মতো হিট গানের অংশ হতে পেরেছি, এটিও দারুণ ব্যাপার।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৭ / ১২
সম্প্রতি বাণী নতুন করে বিতর্কে পড়েছেন ‘আবির গুলাল’ সিনেমা নিয়ে। ছবিতে বাণীর নায়িকা ছিলেন পাকিস্তানের ফাওয়াদ খান। এ কারণে ছবিটি ভারতে মুক্তি পায়নি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৮ / ১২
এই বিতর্কের মধ্যেই বাণী অভিনীত আরেকটি সিনেমা ‘রেইড ২’ মুক্তি পায়। সিনেমাটির ব্যবসায়িক সাফল্য তাঁর আগের বিতর্ক অনেকটাই আড়ালে চলে যায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৯ / ১২
সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া বাণী অভিনীত থ্রিলার সিরিজ ‘মান্ডালা মার্ডার্স’ প্রশংসিত হয়েছে। সিরিজটিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যায় তাঁকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
১০ / ১২
সিরিজটি নিয়ে বাণী বলেন, ‘এ সিরিজটি শুধু রহস্য আর থ্রিলার নয়, এটা একটা যাত্রা—যেখানে নারী চরিত্রগুলো নিজেদের সীমা ছাড়িয়ে কিছু বলার চেষ্টা করছে।’ এএফপি
১১ / ১২
পাকিস্তানি অভিনেতার সঙ্গে অভিনয় নিয়ে বিতর্ক হলেও তা নিয়ে চিন্তিত নন বাণী। তিনি বরং ঘৃণার বদলে ভালোবাসা ছড়িয়ে দিতে চান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
১২ / ১২
এ প্রসঙ্গে বাণী বলেন, ‘কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ার পরিবেশ অনেকটাই বিষাক্ত হয়ে গেছে। আমি চাই, আমরা যেন একটু কম ঘৃণা করি, একটু বেশি ভালোবাসা ছড়িয়ে দিই। আপনি যদি কাউকে অপমান করেন, তুচ্ছ করেন, কিংবা ট্রল করেন, সেটি একদিন ঘুরে আপনার কাছেই ফিরে আসবে।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে ।