ব্যক্তিগত ভিডিও ফাঁসের জেরেই কি এই বাঙালি অভিনেত্রীর ক্যারিয়ার থমকে যায়

শুরুটা মন্দ ছিল না। ক্যারিয়ারের শুরুর দিকেই ‘স্টাইল’ সিনেমা ব্যবসায়িক সাফল্য পায়। ছিলেন মডেল। ১৯৯৮ সালে ফাল্গুনী পাঠাকের মিউজিক ভিডিওতে নজর কাড়েন। হিন্দি, বাংলাসহ অনেক সিনেমারই প্রস্তাব আসতে থাকে। একের পর এক সিনেমায় যুক্ত হন। কিন্তু একটি ঘটনা থামকে দেয় এই অভিনেত্রীর ক্যারিয়ার। কে এই অভিনেত্রী? ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বলিউড লাইফ অবলম্বনে—

১ / ৮
এই অভিনেত্রী আর কেউ নন, রিয়া সেন। মা মুনমুন সেন, নানি সুচিত্র সেন; সেন পরিবারের মেয়ে হিসেবে অভিনয়–দুনিয়ায় আসাটা কঠিন হয়নি তাঁর জন্য। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২ / ৮
শুরুটা হয়েছিল শিশুশিল্পী হিসেবে। পরে ‘তাজমহল’, ‘গুডলাক’, ‘মনে পড়ে তোমাকে’, ‘ঝক্কার বিটস’সহ নানা ভাষার সিনেমায় দেখা যায় তাঁকে। যখন তাঁকে মনে করা হচ্ছিল আগামীর অন্যতম সম্ভাবনাময় অভিনেত্রী, তখনই এক ঘটনায় সব বদলে যায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ৮
২০০৫ সালে রিয়া সেনের একটি ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়। ধারণা করা হয়, ভিডিওতে তাঁর সঙ্গে ছিলেন রিয়ার সেই সময়ের প্রেমিক আসমিত প্যাটেল। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৪ / ৮
এ ঘটনা নিয়ে স্বাভাবিকভাবেই তুমুল বিতর্ক শুরু হয়। অনেক সিনেমা থেকে বাদ পড়েন তিনি। পরে টুকটাক অভিনয় করলেও রিয়া আর অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেননি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ৮
পরের দিকে করা তাঁর একমাত্র উল্লেখযোগ্য কাজ ঋতুপর্ণ ঘোষের ‘নৌকাডুবি’। সিনেমাটিতে তাঁর বোন রাইমা সেনও ছিলেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৬ / ৮
গুরুত্বপূর্ণ চরিত্র না হলেও এখনো অভিনয় চালিয়ে যাচ্ছেন রিয়া। সর্বশেষ তাঁকে দেখা গেছে চলতি বছর মুক্তি পাওয়া ‘নাদানিয়া’ সিনেমায়, অতিথি চরিত্রে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৭ / ৮
এ ছাড়া টুকটাক ওয়েব সিরিজেও কাজ করেছেন রিয়া। গত বছর অ্যামাজন প্রাইমে মুক্তি পাওয়া ‘কল মি বে’ সিরিজে দেখা গেছে তাঁকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৮ / ৮
চলতি বছরই মুক্তি পাবে তাঁর আরেকটি সিরিজ ‘পরিণীতা’।  অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে