ভারতীয় ক্রিকেটার শুবমান গিলের সঙ্গে ‘স্পাইডার–ম্যান’-এর সম্পর্ক কী?
চলমান আইপিএলে ব্যাট হাতে দারুণ পারফর্ম করছেন শুবমান গিল। ক্রিকেট মাঠের বাইরে এবার নিজের প্রতিভার কথা জানান দিতে চলেছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। আগামী ২ জুন ভারতে বাংলাসহ মোট ১০টি ভাষায় মুক্তি পাচ্ছে হলিউডের জনপ্রিয় ‘স্পাইডার-ম্যান’ ফ্র্যাঞ্চাইজির অ্যানিমেশন সিনেমা ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’। সেখানে হিন্দি ও পাঞ্জাবি দুটি ভাষায় কণ্ঠ দিয়েছেন ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার শুবমান গিল। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
ভারতীয় সিনেমার ইতিহাসে এটিই প্রথম কোনো হলিউড সিনেমা, যা ভারতের ১০টি ভাষায় মুক্তি পেতে চলেছে। সেখানে হিন্দি ও পাঞ্জাবি ভাষায় কণ্ঠ দিয়েছেন শুবমান গিল।
নির্মাতা প্রতিষ্ঠান সনি পিকচার্স ইন্ডিয়া এবং শুবমান গিল নিজে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই ঘোষণা দেন।
শুবমান গিলই প্রথম কোনো ভারতীয় ক্রিকেটার, যিনি হলিউডের কোনো অ্যানিমেশন সিনেমায় কণ্ঠ দিলেন।
চলতি বছর ব্যাট হাতে দারুণ সময় পার করা ভারতীয় ক্রিকেটার শুবমান গিল এবারের আইপিএলেও আছেন বেশ ছন্দে। স্পাইডার-ম্যান-এ কণ্ঠ দেওয়া নিয়ে শুবমান তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বলেন, ‘শুবমান এখন স্পাইডার-ম্যান। “স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’-এ ভারতীয় স্পাইডার-ম্যান পবিত্র প্রভাকরের জন্য আমার কণ্ঠ দিতে পেরে আমি রোমাঞ্চিত। “স্পাইডার-ম্যান” দেখে বড় হয়েছি। সুপার হিরোদের মধ্যে বরাবরই স্পাইডারম্যান আমার পছন্দ। সিনেমাটি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
২০২১ সালে ‘স্পাইডার-ম্যান’ ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ সিনেমাটি ব্যাপক ব্যবসাসফল হয়েছিল।