১১ বছর বয়সে মা-বাবার বিচ্ছেদ, ১৬ বছর পরে এই তারকার বিচ্ছেদ হয়

শৈশবেই মা–বাবার বিচ্ছেদ। তারপর মায়ের সঙ্গেই কেটেছে। মায়ের সঙ্গে বেড়ে উঠেছেন। কিন্তু যাঁর পরিবারের সবার সঙ্গে মিডিয়ার যোগ, তিনি কি মিডিয়াপাড়া ছেড়ে থাকতে পারেন? মাত্র ১৭ বছর বয়সে মা–বাবার পথে হাঁটেন। এরপর নিজেই নিজের পথ চিনে নিয়েছেন। ভক্তদের কাছে অভিনয় ও নির্মাণ দিয়ে খ্যাতি পেয়েছেন। আজ এই অভিনেতার ৫০তম জন্মদিন।
১ / ১০
তাঁর জন্ম ১৯৭৪ সালের ৯ জানুয়ারি। তিনি ছিলেন প্রখ্যাত চিত্রনাট্যকার, মিউজিশিয়ান ও কবি জাবেদ আক্তার ও অভিনেত্রী হানি ইরানি দম্পতির একমাত্র সন্তান।
২ / ১০
জন্মের মাত্র ১১ বছর পরে তাঁর মা–বাবার বিচ্ছেদ হয়। পরে মায়ের সঙ্গে বড় হতে থাকেন। গুণী মা–বাবার সন্তান হয়েও তিনি ক্যারিয়ার শুরুর দিকে ফিল্ম ডিস্ট্রিবিউশন, বিজ্ঞাপন হাউস ও ‘স্ক্রিপ্ট শপ’–এ কাজ করেন। ছবিতে মায়ের সঙ্গে বোন জয়া।
ছবি: ফেসবুক
৩ / ১০
শৈশবে মা-বাবার বিচ্ছেদ দেখা ফারহান আক্তার বিয়ের ১৬ বছর পরে বিচ্ছেদের মুখে পড়েন। তাঁর স্ত্রীর নাম অধুনা ভবানী। বিচ্ছেদের পরও তাঁদের মধ্যে দেখা হয়। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সম্পর্ক বন্ধুত্বের।
ছবি: ফেসবুক
৪ / ১০
একবার তাঁর পড়াশোনার সঙ্গে দুই বছরের বিচ্ছেদ ঘটে। তাঁকে কলেজ থেকে বের করে দেওয়া হয়। এই দুই বছর তিনি সিনেমা দেখে কাটান। এই সময়টাই তাঁকে সিনেমা নিয়ে কাজ করতে বেশি উদ্বুদ্ধ করে।
ছবি: ফেসবুক
৫ / ১০
ক্যারিয়ারের শুরু থেকেই ফারহান আক্তার নিজের মতো করেই পথ চলতে শুরু করেন। মা–বাবার জন্য পথচলা কিছুটা সুবিধার হলেও তিনি নিজের যোগ্যতায় পথ হেঁটেছেন।
ছবি: ফেসবুক
৬ / ১০
তিনি রচয়িতা ও পরিচালক হিসেবে পথচলা শুরু করেন। তাঁর পরিচালনায় প্রথম সিনেমা ‘দিল চাহতা হ্যায়’ মুক্তি পায়। সিনেমায় অভিনয় করেন আমির খান, প্রীতি জিনতা, সাইফ আলী খান, অক্ষয় খান্নাসহ আরও অনেকে। এরপর আর পেছনে তাকাতে হয়নি।
ছবি: ফেসবুক
৭ / ১০
‘দিল চাহতা হ্যায়’ সিনেমা নিয়ে রয়েছে আরেক অভিজ্ঞতা। এক সাক্ষাৎকারে ফারহান জানিয়েছিলেন, তাঁর মা ফারহানের ক্যারিয়ার নিয়ে সচেতন ছিলেন। একসময় ফারহানকে বলেছিলেন, ভালো কিছু না করলে বাড়ি থেকে বের করে দেবেন। বিচ্ছেদের পরে মায়ের কষ্ট দেখেছেন। তাই মায়ের মুখ উজ্জ্বল করার জন্য ‘দিল চাহতা হ্যায়’ লেখা শুরু করেন ফারহান।
ছবি: ফেসবুক
৮ / ১০
ফারহান শৈশব থেকেই অমিতাভ বচ্চনের ভক্ত ছিলেন। তাঁর সিনেমাগুলো খুঁটিয়ে দেখতেন। অমিতাভ বচ্চনের ‘শোলে’ সিনেমা ফারহান অর্ধশতাধিকবার দেখেছেন।
ছবি: ফেসবুক
৯ / ১০
অভিনেতা হিসেবে তিনি সবচেয়ে বেশি চমকে দেন ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমা দিয়ে। তবে পরিচালক ও অভিনেতার পাশাপাশি তিনি গায়ক হিসেবে পরিচিত। পেয়েছেন গান গেয়ে একাধিক পুরস্কার। প্রযোজক হিসেবে তাঁর ১০টি সিনেমা মুক্তির অপেক্ষায়।
ছবি: ফেসবুক
১০ / ১০
বলিউড অভিনেতা হৃতিক রোশন তাঁর ভালো বন্ধু। একসঙ্গে প্রায়ই আড্ডা দেন। তাঁরা এক দিনের ছোট–বড়। হৃতিক রোশনের চেয়ে এক দিনের বড় ফারহান আক্তার। সূত্র: আইএমডিবি, হিন্দুস্তান টাইমস।
ছবি: ফেসবুক
আরও পড়ুন