সবার আগে রাহা

মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আলিয়া ভাট
এএফপি

কয়েক মাস আগেই মা হয়েছেন বলিউড নায়িকা আলিয়া ভাট। মেয়ের নাম রেখেছেন রাহা। একদিকে নতুন মা হওয়ার ব্যস্ততা, আরেক দিকে কাজ। একরত্তি রাহাকে সামলে ধীরে ধীরে কাজের জগতে ফিরছেন আলিয়া। সম্প্রতি এক অনুষ্ঠানে মেয়ে রাহা ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা জবাব দিয়েছেন এই বলিউড নায়িকা। মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান হাজির হয়েছিলেন।

আলিয়া ভাট
ছবি : সংগৃহীত

মা হওয়ার পর সম্ভবত এই প্রথম গণমাধ্যমের প্রশ্নোত্তর পর্বের মুখোমুখি হলেন আলিয়া। এদিনের অনুষ্ঠানে আলিয়াকে প্রশ্ন করা হয়, মেয়ে রাহা আসার পর তাঁর ক্যারিয়ারের গতি কী ধীর হয়ে গেছে? জবাবে তিনি বলেন, ‘আমার জীবনে এই মুহূর্তে সবার আগে আমার মেয়ে। আমি তাকে খুব ভালোবাসি। কিন্তু আপনারা বলতে পারেন যে আমার প্রথম ভালোবাসা সিনেমা আর কাজ, আর তাই আমি চেষ্টা করব। আমার মনে হয়, এখানে সংখ্যার থেকে গুণগত মান গুরুত্ব পাবে, এর মধ্যে খারাপ কিছু নেই।’ আলিয়াকে এই প্রশ্ন করা হলে সবার প্রথমে বরুণ তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, ‘তার (আলিয়া) ক্যারিয়ার কখনোই ধীর হতে পারে না।’

আরও পড়ুন

এদিনের অনুষ্ঠানে শাহরুখ খানের ব্লকবাস্টার ছবি ‘পাঠান’-এর কথাও উঠে এসেছিল। কিং খানের সেই ছবি একাধারে ‘ব্রহ্মাস্ত্র’সহ আরও অনেক ছবির রেকর্ড ভেঙে চুরমার করেছে। ‘পাঠান’-এর সফলতার প্রসঙ্গে আলিয়া বলেন, ‘আমার মনে হয়, একটা ছবির অন্য আরেকটা ছবির রেকর্ড ভাঙা উচিত। আমি সত্যি খুব খুশি।’ এই বলিউড তারকা আরও বলেছেন, ‘“পাঠান” শুধু ব্লকবাস্টার নয়, ভারতীয় সিনেমার সবচেয়ে বড় ব্লকবাস্টার। এই সময়ের জন্য আমি সত্যি কৃতজ্ঞ। আমি প্রার্থনা করছি যে এ রকমই যেন চলতে থাকে আর চলতেই থাকে।’ এই প্রসঙ্গে বরুণ বলেছেন, ‘আমরা শুধুই কৃতজ্ঞ নই, এই সাফল্য আমাদের সবার জন্যই প্রেরণাদায়ক।’

আলিয়া ভাট
ছবি : সংগৃহীত

বিনোদন দুনিয়া ঘিরে নেতিবাচক ও আক্রমণাত্মক মন্তব্যের বিষয়ে আলিয়া বলেন, ‘আমরা কৃতজ্ঞ যে আমরা প্রতিদিন কাজ করতে পারছি আর নিজেদের স্বপ্নের মধ্যে বেঁচে আছি। আমরা যত দিন আমাদের দর্শকদের বিনোদন দেব, তাঁরা যা খুশি তা-ই বলতে পারেন। আমাদের লক্ষ্য শুধু ভালো ভালো কাজ করে যাওয়া।’
আলিয়াকে আগামী দিনে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, ‘জি লে জরা’ ও হলিউড ছবি ‘হার্ট অব স্টোন’-এ দেখা যাবে। বরুণের পরের ছবি ‘বাওয়াল’, যেখানে তাঁর জুটি জাহ্নবী কাপুর।

আরও পড়ুন