১০ হাজার রুপি নিয়ে মুম্বাইয়ে আসা এই অভিনেত্রী এখন ১ কোটি পারিশ্রমিক নেন

মাত্র ১০ হাজার রুপি নিয়ে মুম্বাই শহরে এসেছিলেন তিনি। সেই অভিনেত্রী এখন আলোচিত নিজের যোগ্যতায়। বাণিজ্যিক, শৈল্পিক ঘরানার সিনেমার নিয়মিত অভিনেত্রী তিনি। কে এই অভিনেত্রী? ডিএনএ অবলম্বনে বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে—

১ / ৭
আরও অনেকের মতো অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে এসেছিলেন, সম্বল বলতে ছিল মোটে ১০ হাজার রুপি। এই অভিনেত্রী আর কেউ নন, সানিয়া মালহোত্রা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেথেকে
২ / ৭
শুরুতে ইয়োগা শেখাতেন সানিয়া, ধীরে ধীরে শুরু করেন অডিশন। আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ ছবিটি দিয়ে ব্যাপক পরিচিতি পান সানিয়া। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ৭
এরপর ‘ফটোগ্রাফ’, ‘লুডো’, ‘শকুন্তলা দেবী’, ‘পাগলায়িত’, ‘লাভ হোস্টেল’, ‘কাঁঠাল’ ইত্যাদি সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৪ / ৭
এ ছাড়া ‘জওয়ান’, ‘বেবি জন’-এর মতো পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমায়ও দেখা গেছে সানিয়াকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম
৫ / ৭
সব ধরনের চরিত্রে অভিনয়ের সক্ষমতার জন্য নির্মাতাদের প্রিয় পাত্রী তিনি। সানির নতুন ছবি ‘মিসেস’ মুক্তি পাবে ৭ ফেব্রুয়ারি, বহুল প্রশংসিত মালয়ালম সিনেমা ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন’-এর হিন্দি রিমেক এটি। ১০ হাজার রুপি নিয়ে মুম্বাইয়ে আসা সানিয়া এখন ছবিপ্রতি ১ কোটি রুপি পারিশ্রমিক নেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৬ / ৭
এ ছাড়া মণি রত্নম, অনুরাগ কশ্যপের পরের ছবিতেও আছেন সানিয়া। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৭ / ৭
সেতারবাদক ঋষভ শর্মার সঙ্গে একটি ছবি ভাইরাল হয় অভিনেত্রীর। ছবিতে সানিয়া ও ঋষভকে একসঙ্গে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভক্তদের সঙ্গে একসঙ্গে ছবিও তোলেন তাঁরা। ছবিটি ভাইরাল হতেই এই দুই তারকার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াজুড়ে। যদিও এ বিষয়ে এখনো কোনো কথা বলেননি সানিয়া বা ঋষভ কেউই। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে